IND vs AUS CT 2025 Semi-Final: অস্ট্রেলিয়ার বড় চাল, ভারতের মুখোমুখি হওয়ার আগে দলে এলেন ২১ বছরের প্রতিভাবান তারকা, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের আগে বড় ধাক্কার সম্মুখীন অস্ট্রেলিয়া দল। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন দলটি এবারের প্রতিযোগিতায় নেমেছে একাধিক চ্যালেঞ্জ নিয়ে। অধিনায়ক ছাড়াই মাঠে নামতে হয়েছে তাদের, সঙ্গে চোট-আঘাতে বিদ্ধস্ত স্কোয়াড।
প্রথম ধাক্কা এসেছিল প্যাট কামিন্স ও জোশ হেজেলউডের চোটের খবরে। ব্যক্তিগত কারণে টুর্নামেন্ট থেকে নাম সরিয়ে নিয়েছেন মিচেল স্টার্ক। মিচেল মার্শের অনুপস্থিতিও বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে দলের জন্য। মার্কাস স্টইনিসও অবসর নেওয়ায় এবারের স্কোয়াডে নেই। এবার সেই তালিকায় যুক্ত হল আরও একটি নাম— ম্যাথিউ শর্ট। চোটের কারণে তাকে ছাড়াই নামতে হবে সেমিফাইনালে।
এই সংকটের মধ্যেই নতুন পরিকল্পনা গ্রহণ করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। ভারতের বিরুদ্ধে সেমিফাইনালের আগে স্কোয়াডে জায়গা পেয়েছেন তরুণ ক্রিকেটার কুপার কনলি। ২১ বছর বয়সী এই অলরাউন্ডার মূল স্কোয়াডে জায়গা করে নিয়েছেন সেমিফাইনালের আগে। স্টিভ স্মিথদের সঙ্গে তিনি এখন দলে যুক্ত।
প্রসঙ্গত, কনলি ইতিমধ্যেই দলের সঙ্গে ছিলেন। পাকিস্তান সফরে তিনি ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে স্কোয়াডের অংশ ছিলেন। ফলে অস্ট্রেলিয়া থেকে নতুন করে উড়ে আসার প্রয়োজন হয়নি তার, সরাসরি দুবাইতে দলের সঙ্গে যোগ দিয়েছেন।
বাঁ-হাতি ব্যাটার কনলি প্রয়োজনে বাঁ-হাতি স্পিনও করতে পারেন। দুবাইয়ের স্পিন সহায়ক উইকেটে ভারতের বিরুদ্ধে বাড়তি স্পিন বিকল্প দরকার হতে পারে, এমন ভাবনা থেকেই তাকে মূল স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে অস্ট্রেলিয়া।
এখনও পর্যন্ত জাতীয় দলের হয়ে কনলি ১টি টেস্ট, ৩টি ওয়ান ডে ও ২টি টি-২০ ম্যাচ খেলেছেন। যদিও এখনো আন্তর্জাতিক ক্রিকেটে তার উল্লেখযোগ্য পারফরম্যান্স দেখা যায়নি। লিস্ট-এ ফরম্যাটেও তিনি খুব বেশি ম্যাচ খেলেননি— ৯টি ৫০ ওভারের ম্যাচে তার সংগ্রহ ১১৭ রান এবং নিয়েছেন ৩টি উইকেট।
অন্যদিকে, ম্যাথিউ শর্ট ছিলেন অনেক বেশি অভিজ্ঞ। অস্ট্রেলিয়ার হয়ে ১৫টি ওয়ান ডে ও ১৪টি টি-২০ ম্যাচ খেলে ২৮০ ও ২৯৩ রান করেছেন যথাক্রমে। দুই ফরম্যাট মিলিয়ে ৯টি আন্তর্জাতিক উইকেটও রয়েছে তার ঝুলিতে।
একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের না থাকা অস্ট্রেলিয়ার জন্য বড় চ্যালেঞ্জ। তবে তরুণ কনলির অন্তর্ভুক্তি দলের শক্তি বাড়াতে কতটা কার্যকর হবে, সেটাই দেখার বিষয়।
Leave a comment
Leave a comment