রাজ্য সরকারের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহের বক্তব্যে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ঘটনা পরবর্তীতে মন্ত্রী তার মন্তব্যে রাজ্য রাজনীতি তোলপাড় করেছেন। শাসক-বিরোধী দুই শিবিরের মধ্যে মিছিল এবং হামলা-পাল্টা হামলার খবর জেলাগুলিতে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে, বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের বিরুদ্ধে ব্রাত্য বসুর গাড়ি ঘিরে বিক্ষোভের অভিযোগ উঠেছে। এর পরই সিপিএমের কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে।
মন্ত্রীর বক্তব্যে আরও বিস্ফোরণ ঘটেছে, যখন তিনি বলেন, “বাকিগুলো কেন ভাঙেনি, সেটাই আশ্চর্যের বিষয়।” তার এই মন্তব্য রাজ্যে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। তিনি আরও দাবি করেছেন, আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে যে ধরনের পদক্ষেপ প্রয়োজন, তা নেওয়া হবে। উদয়ন গুহ বলেছেন, “যেখানে ক্যাপসুলের প্রয়োজন, সেখানে ক্যাপসুল, হোমিওপ্যাথি গুলি, এবং অপারেশনের প্রয়োজন হলে, অপারেশন করেই বিজেপি নেতাদের বুঝিয়ে দিতে হবে।” এর মাধ্যমে তিনি কার্যত হুঁশিয়ারি দিয়েছেন যে, তার দল ২০২৬ সালের নির্বাচনে কোচবিহার জেলার নয়টি আসন জয়ী করবে।
এদিকে, সিপিএমের পার্টি অফিসে হামলার ঘটনা দিনহাটাসহ দক্ষিণ ২৪ পরগনায় ঘটেছে। বারুইপুরে সিপিএমের পার্টি অফিসে তালা দিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “কোনও নেতা ফুটেজের জন্য পার্টি অফিসে অসভ্যতা করতে পারেন না।”
এতসব ঘটনার মধ্যে মন্ত্রীর মন্তব্য রাজ্যে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে, এবং বিভিন্ন দলের মধ্যে পাল্টা-পাল্টি প্রতিক্রিয়া শুরু হয়েছে।