বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে সদ্য তৈরি হওয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজনৈতিক যাত্রার আনুষ্ঠানিক সূচনা হল মঙ্গলবার।রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠার পর প্রথম কর্মসূচির অংশ হিসেবে এদিন এনসিপির নেতা–কর্মীরা জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এখানেই পুরনো সংবিধান এবং শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ তৈরি সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন এগুলো পরিবর্তন করে নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উত্তর দিতে গিয়ে নাহিদ ইসলাম বলেন পুরোনো সংবিধান ও শাসনকাঠামো রেখে নতুন বাংলাদেশ নির্মাণ সম্ভব নয়।তাঁর দাবি এগুলো পরিবর্তন করেই নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে হবে। বাংলাদেশের প্রথম আলো সংবাদ মাধ্যম অনুসারে তিনি বলেন, “চব্বিশের যে গণ-অভ্যুত্থান হয়েছে, ছাত্র-জনতা রক্ত দিয়েছে—তাতে কেবল সরকার পরিবর্তন নয়, বরং শাসনকাঠামো ও সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই, যেখানে প্রকৃত গণতন্ত্র, ইনসাফ ও সাম্য নিশ্চিত করা সম্ভব হবে।’ এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের দাবি আমরা গণতান্ত্রিক সংবিধান গড়ে তুলতে পারিনি, আসলে একদলীয় সংবিধানের মাধ্যমে ফ্যাসিজম এবং একদলীয় স্বৈরতন্ত্রের বীজ বপন করা হয়েছিল।
অন্যদিকে ঢাকার রায়েরবাজারে এক অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির আগে নির্বাচন না চাওয়ার দাবি জানান।বাংলাদেশের ডেইলি স্টার সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী সারজিস আলম বলেন, ‘এই খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে, আসবে, বিচারের মঞ্চে দাঁড়াবে, ফাঁসির মঞ্চে দাঁড়াবে। যে ভাইয়েরা জীবন দিয়েছেন, আমরা যেন মরার আগে খুনি হাসিনার বিচার দেখে মরতে পারি।’
তিনি আরও বলেন, ‘বিচার এই অন্তর্বর্তী সরকারকেই করতে হবে। নির্বাচনের আগেই খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে। যতদিন হাসিনাকে ফাঁসির মঞ্চে না দেখছি, কেউ যেন ভুলক্রমেও বাংলাদেশে নির্বাচনের কথা না বলে।’
এদিকে জাতীয় নাগরিক পার্টি যখন শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত যখন নির্বাচনের না হওয়ার দাবি তুলেছে তখন এ বছরের ডিসেম্বর কিংবা আগামী বছরের জুনের মধ্যে বাংলাদেশে নির্বাচন হওয়ার কথা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।বাংলাদেশের সময় নিউজ প্রকাশিত খবরে বলা হয় মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে হাজির হয়ে রিজওয়ানা হাসান এসব কথা বলেন। তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা ড. ইউনূস এ বছরের ডিসেম্বর কিংবা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। তবে এই সময়টা কবে চূড়ান্ত হবে তা আপনারা উনার মুখ থেকেই শুনবেন।’
Leave a comment
Leave a comment