কলকাতা মেট্রোর ইস্ট-ওয়েস্ট করিডরের শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত বাণিজ্যিক পরিষেবা চালু হয়নি। এবার ৮ ও ৯ মার্চ (শনিবার ও রবিবার) ইস্ট-ওয়েস্ট মেট্রোর পুরো অংশে পরিষেবা বন্ধ থাকবে। এই দুটি দিনে শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ এবং হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত গ্রিন লাইন-১ ও ২-তে পরিষেবা বন্ধ থাকবে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ শিয়ালদা থেকে এসপ্ল্যানেডের মধ্যে থাকা ২.৫ কিলোমিটার ‘মিসিং লিঙ্ক’ যুক্ত করার জন্য কাজ চলছে।
এছাড়া, আগামী ৭ ও ১০ মার্চও মেট্রো পরিষেবা কিছুটা ব্যাহত হবে। ৭ মার্চ শুক্রবার সন্ধ্যায় মেট্রোর সময়সূচী পরিবর্তিত হবে, এবং ১০ মার্চ সোমবার পরিষেবা কিছুটা দেরিতে শুরু হবে। শুক্রবার সন্ধ্যায় শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভগামী শেষ মেট্রো ছাড়বে সন্ধ্যা ৭টা ৩ মিনিটে, যা সাধারণত রাত ৯টা ৩৫ মিনিটে ছাড়ে। অন্যদিকে, এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানগামী শেষ মেট্রো সন্ধ্যা ৭টায় ছাড়বে।
তবে, সোমবার ১০ মার্চ থেকে শিয়ালদা-সল্টলেক সেক্টর ফাইভগামী প্রথম মেট্রো সকাল ৮টা ১৫ মিনিটে ছাড়বে। এসপ্ল্যানেড-হাওড়া ময়দানগামী প্রথম মেট্রো সকাল ৮টায় শুরু হবে, যা সাধারণত সকাল ৭টায় ছাড়ে।
কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছে, শিয়ালদা থেকে এসপ্ল্যানেড অংশে দ্রুত বাণিজ্যিক পরিষেবা চালু করার জন্য সবরকম পদক্ষেপ নেওয়া হচ্ছে। গত ফেব্রুয়ারিতে কিছুদিনের জন্য পরিষেবা বন্ধ রাখা হয়েছিল, এবং এই সময় শিয়ালদা-এসপ্ল্যানেড অংশের পরিদর্শন চালানো হচ্ছে। মেট্রো কর্তৃপক্ষ নিজেদের পরীক্ষা নেওয়ার পরই সিআরএসের পরীক্ষার জন্য আবেদন করবে।