অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ব্যাট করতে নেমে ইতিহাস গড়লেন বিরাট কোহলি। এক ইনিংসেই তিনি টপকে গেলেন একাধিক কিংবদন্তিকে, হয়ে গেলেন চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক ভারতীয় ব্যাটার।
সেমিফাইনালে নামার আগে কোহলির সংগ্রহ ছিল ৬৬২ রান। ম্যাচ চলাকালীন তিনি প্রথমে পেরিয়ে যান কুমার সাঙ্গাকারাকে (৬৮৩ রান), এরপর ছাড়িয়ে যান সৌরভ গঙ্গোপাধ্যায়কে (৬৬৫ রান)। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাইলফলকটি স্পর্শ করেন শিখর ধাওয়ানকে টপকে, যিনি এতদিন ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ ৭০১ রান নিয়ে শীর্ষে ছিলেন। কোহলি এই ম্যাচেই সেই রেকর্ড ভেঙে নিজের সংগ্রহ ৭০৭ রানে নিয়ে যান।
ভারতীয়দের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বোচ্চ রান সংগ্রাহক তালিকা (শেষ খবর পাওয়া পর্যন্ত)
- বিরাট কোহলি – ৭০৭ রান
- শিখর ধাওয়ান – ৭০১ রান
- সৌরভ গঙ্গোপাধ্যায় – ৬৬৫ রান
- রাহুল দ্রাবিড় – ৬২৭ রান
- রোহিত শর্মা- ৫৮৫ রান
- সচিন তেন্ডুলকর – ৪৪১ রান
- বীরেন্দ্র শেহওয়াগ – ৩৮৯ রান
- যুবরাজ সিং – ৩৭৬ রান
কেবল ভারতীয়দের মধ্যেই নয়, চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকাতেও বিরাট কোহলি উঠে এসেছেন তিন নম্বরে। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ক্রিস গেইল (৭৯১ রান), দ্বিতীয় স্থানে মাহেলা জয়াবর্ধনে (৭৪২ রান), আর ঠিক তাদের পরেই রয়েছেন কোহলি।
এক ইনিংসেই চারজন কিংবদন্তিকে টপকে কোহলি আবারও প্রমাণ করলেন, কেন তিনি আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার। এখন দেখার বিষয়, ফাইনালে আরও কতদূর এগিয়ে যেতে পারেন তিনি।