কন্নড় চলচ্চিত্রের পরিচিত মুখ রান্যা রাও সোনা পাচারের অভিযোগে বেঙ্গালুরু বিমানবন্দরে ধরা পড়েছেন। অভিযোগ, প্রায় ১২ কোটি টাকার সোনা নিয়ে তিনি বিদেশে পাড়ি দেওয়ার পরিকল্পনা করেছিলেন। তবে গোপন সূত্রে খবর পেয়ে ডিরেক্টরেট অফ রেভেনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) আগে থেকেই প্রস্তুত ছিল। নির্দিষ্ট সময়েই তাঁকে গ্রেপ্তার করা হয়। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কারণ রান্যা একজন সিনিয়র আইপিএস কর্মকর্তার কন্যা।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে রান্যার বাবা, আইপিএস অফিসার ডঃ কে রামচন্দ্র রাও সাফ জানিয়ে দিয়েছেন, এই ঘটনার সঙ্গে তাঁর কোনো যোগ নেই। সংবাদমাধ্যমকে তিনি বলেন, “আমার মেয়ের সঙ্গে দীর্ঘদিন কোনো যোগাযোগ নেই। ও কিছু মাস আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে, তারপর থেকে ও কী করছে, আমাদের জানা নেই। যা ঘটেছে, তা আমাদের হতাশ করেছে, তবে আইন নিজের নিয়মেই চলবে।”
তদন্তকারীদের মতে, ডিআরআই অনেক আগেই অভিনেত্রীর গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ করেছিল। সেই সূত্র ধরেই ৩ মার্চ তাঁকে বিমানবন্দরে আটক করা হয়। ৪ মার্চ আদালতে পেশ করার পর বিচারক তাঁকে ১৮ মার্চ পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেন।
রান্যা অবশ্য দাবি করেছেন, তিনি ব্যবসায়িক কারণে দুবাই যাচ্ছিলেন। তবে তদন্তকারীদের মতে, তাঁর কাছে বৈধ সীমার অনেক বেশি পরিমাণ সোনা ছিল। পুলিশ জানিয়েছে, অভিনেত্রীর কাছ থেকে ১৪.৮ কেজি সোনা উদ্ধার করা হয়েছে। এখন তদন্ত চলছে—এই পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খুঁজে বের করতে তৎপর কর্তৃপক্ষ।
Leave a comment
Leave a comment