চিনের সরকার এবার লালফৌজের সেনা কমান্ডার কিউ ফাবাওকে বিশেষ সম্মান প্রদান করেছে। গ্লোবাল টাইমসের খবর অনুযায়ী, গত রবিবার বেইজিংয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে চিনের জাতীয় উপদেষ্টা সংস্থা চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্স (সিপিপিসি) এর সদস্য হিসেবে অভিষিক্ত করা হয়। সিপিপিসি ডেইলি সূত্রে জানা গেছে, ২০২৪ সালে এই সম্মান প্রদান করা হয় কিউ ফাবাওকে, যিনি লালফৌজের সেনা কমান্ডার হিসেবে সীমান্ত রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
২০২১ সালে, কিউকে চিনের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির পদক প্রদান করেছিল এবং কেন্দ্রীয় সামরিক কমিশন তাকে ‘সীমান্ত রক্ষার জন্য হিরো রেজিমেন্টাল কমান্ডার’ উপাধিতে ভূষিত করেছিল। এছাড়া ২০২২ সালে তাকে শীতকালীন অলিম্পিকের মশালবাহক হিসেবে মনোনীত করা হয়েছিল, যা ভারতীয় কূটনীতিকদের উদ্বোধনী এবং সমাপ্তি অনুষ্ঠানে বয়কটের কারণ হয়েছিল।
কিউ ফাবাওয়ের এই বিশেষ সম্মাননা চিনের মধ্যে বেশ আলোচনা সৃষ্টি করেছে। সিপিপিসিসির ১৪তম জাতীয় কমিটির সদস্যদের তালিকা ঘোষণার পর, কিউ ফাবাও সিপিপিসিসির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন। এর আগে, গালওয়ান সংঘর্ষে ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষে চীনের চার সৈন্যের মৃত্যুর কথা দীর্ঘ সময় পর স্বীকার করে চিন। এই সংঘর্ষে ২০ ভারতীয় সেনা জওয়ান প্রাণ হারান।
তবে, চিন সংঘর্ষের পর মৃত সেনাদের সংখ্যা প্রথমদিকে প্রকাশ করেনি, যা আন্তর্জাতিক মহলে বেশ আলোচনার জন্ম দেয়। এর মধ্যে কিউ ফাবাওয়ের নতুন সম্মাননা চিনের সামরিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন করে বিতর্ক উত্থাপন করেছে।
এমনকি কিউ ফাবাওয়ের সিপিপিসিসি সদস্য হওয়া নিয়ে সারা বিশ্বে নানা প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে।