সুদীপ্ত চট্টোপাধ্যায়
দিল্লির পর এবার কলকাতা। ভুয়ো ভোটার তালিকা নিয়ে এবার রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে দরবার তৃণমূল প্রতিনিধি দলের। আগামীকাল বিকেলে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তরে স্মারকলিপি দেবে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর নেতৃত্বে এই প্রতিনিধি দলে থাকবেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ফিরহাদ হাকিম চন্দ্রিমা ভট্টাচার্য শশী পাঁজা সহ জয়প্রকাশ মজুমদার ও অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। মূলত ভোটার তালিকা আবর্জনা মুক্ত করতে হবে এই দাবি নিয়ে ভিন রাজ্যের ভুয়ো ভোটার সংক্রান্ত ইস্যুতে ইতিমধ্যেই তৃণমূলের একটি মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ তুলেছেন সেই অভিযোগের প্রেক্ষিতে মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তরে দরবার করবে তৃণমূলের এই গুরুত্বপূর্ণ প্রতিনিধি দল। গত সপ্তাহে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের মেগা কর্মী সভা থেকে তৃণমূল নেতৃতথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন গুজরাট হরিয়ানা পাঞ্জাব সহ একাধিক ভিন রাজ্যের ভুয়া ভোটারের নাম বাংলার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। যেখানে তিনি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছেন। বিশেষ করে যারা এই ভোটার তালিকা তৈরীর কাজে ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে যুক্ত তাদের দিকে সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী। কমিশনের কর্তা ব্যক্তিদের মতে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি ছাব্বিশে নির্বাচনে তৃণমূলকে হারাতে এ ধরনের দুষকর্ম করছেন বলেও দাবি করেছেন তৃণমূল নেত্রী। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তরের মাধ্যমে রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের কাছে দরবার করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন ও তাদের ব্যাখ্যায় জানিয়েছে যে এপিক কার্ড নাম্বার এক হলেই তা ভুয়া ভোটার হিসেবে চিহ্নিত করা যায় না। যদিও পাল্টা যুক্তি দেখিয়ে নির্বাচন কমিশন কেই কাঠগড়ায় তুলেছে তৃণমূল। ইতিমধ্যেই দিল্লিতে নির্বাচন সদনে তৃণমূল প্রতিনিধি দল তাদের স্মারকলিপি দিয়ে জানিয়েছে যে কমিশন নিজেদের তৈরি করা নিয়মের পরিপন্থী হিসেবে বক্তব্য রাখছেন। দিল্লির পর এবার আগামীকাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে দরবার রাজ্য তৃণমূল কংগ্রেসের। বর্তমানে ভারপ্রাপ্ত মুখ্য নির্বাচনী আধিকারিক এর কাছে এই স্মারকলিপি দেবেন তৃণমূলে রাজ্য প্রতিনিধি দল। স্বাভাবিকভাবেই আগামীকালের মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তরের তৃণমূলের এই দরবার রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।