আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ২০২৫ সংস্করণ শেষ হওয়ার আগেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনা শুরু হয়ে গেছে পরবর্তী আসর নিয়ে। ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব পেয়েছে ভারত। ২০১৭ সালের পর ২০২৫ সালে পাকিস্তানে এই টুর্নামেন্ট ফিরছে, আর তার ঠিক চার বছর পর ভারত এই প্রতিযোগিতার আয়োজক হতে চলেছে।
ভারতে আগেও একাধিক বড় আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা হয়েছে, যার মধ্যে ২০১১ ও ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপ অন্যতম। তাই ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্যও দেশটি যথাযথ প্রস্তুতি নিতে চলেছে। যদিও এখনও নির্দিষ্ট ভেন্যুগুলির তালিকা প্রকাশ করা হয়নি, তবে মুম্বাই, দিল্লি, কলকাতা, চেন্নাই ও বেঙ্গালুরুর মতো বড় শহরগুলোতে ম্যাচ আয়োজনের সম্ভাবনা রয়েছে।
সাধারণত চ্যাম্পিয়ন্স ট্রফি জুন-জুলাই মাসে অনুষ্ঠিত হয়, তাই ২০২৯ সালেও একই সময়ে প্রতিযোগিতা হওয়ার সম্ভাবনা প্রবল। তবে আইসিসির আনুষ্ঠানিক ঘোষণার পর চূড়ান্ত সময়সূচি জানা যাবে।
২০২৫ সালের আসরে আটটি দল অংশ নিচ্ছে, তবে ২০২৯ সালে ফরম্যাটে কিছু পরিবর্তন আসতে পারে। আরও দল অন্তর্ভুক্ত করার চিন্তাভাবনা চলছে, যাতে প্রতিযোগিতাটি আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়।
ভারতীয় ভক্তদের জন্য এই আয়োজন বিশেষ গুরুত্ব বহন করবে, কারণ ২০২৩ বিশ্বকাপে সাফল্যের পর আবারও দেশের মাটিতে বড় প্রতিযোগিতা দেখতে পাবে তারা। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বরাবরই উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতা, তাই ২০২৯ সালেও একই রকম উন্মাদনা বজায় থাকবে বলে আশা করা হচ্ছে।