ব্রিটেন সফরে গিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানেই তাঁর উপর লন্ডনে হামলার চেষ্টা করল বৃহস্পতিবার খালিস্তানি সমর্থকরা। চ্যাথাম হাউস থিঙ্ক ট্যাঙ্কের একটি অনুষ্ঠান শেষে তিনি যখন তাঁর গাড়িতে করে যাচ্ছিলেন, তখন এই ঘটনাটি ঘটে। এই ঘটনার একটি ভিডিও প্রকাশিত হয়েছে, যেখানে একজন ব্যক্তিকে জয়শঙ্করের গাড়ির দিকে দৌড়ে গিয়ে ভারতীয় জাতীয় পতাকা ছিঁড়তে দেখা যাচ্ছে। এই ব্যক্তিকে নিয়ন্ত্রণ করে লন্ডন পুলিশ। সেখান থেকে জয়শঙ্করকে নিরাপদে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। তথ্য অনুযায়ী, এই ঘটনাটি ব্রিটেন সরকারের কাছে উত্থাপন করেছে ভারত সরকার এবং এর প্রতিবাদ জানিয়েছে।
মঙ্গলবার ব্রিটেন সফরে এসেছিলেন জয়শঙ্কর। লন্ডনের চ্যাথাম হাউস থিঙ্ক ট্যাঙ্কে ‘বিশ্বে ভারতের উত্থান এবং ভূমিকা’ শীর্ষক একটি সংলাপ অধিবেশনে অংশ নিতে আসেন তিনি। অনুষ্ঠানে যোগদানের পর তিনি তাঁর গাড়িতে করেই ফিরছিলেন। এদিকে, রাস্তার ধারে জড়ো হওয়া খালিস্তানি সমর্থকরা ভারত বিরোধী স্লোগান দিতে শুরু করে। জয়শঙ্কর যখন গাড়িতে বসে ছিলেন, তখন এক ব্যক্তি তাঁর দিকে দৌড়ে এসে স্লোগান দিতে দিতে গাড়ির সামনে থাকা ভারতীয় পতাকা ছিঁড়ে ফেলে। ভিডিওতে, খালিস্তানিপন্থী বিক্ষোভকারীদের অনুষ্ঠানস্থলের বাইরে আপত্তিকর স্লোগান দিতে শোনা যায়।
দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করতে মঙ্গলবার থেকে ছয় দিনের ব্রিটেন এবং আয়ারল্যান্ড সফরে যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। জয়শঙ্কর তবে সফরে প্রথমে লন্ডনে পৌঁছেছেন। বিদেশমন্ত্রী জয়শঙ্কর লন্ডনে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এবং বিদেশ সচিব ডেভিড ল্যামির সঙ্গে দেখা করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেন বলে জানা গিয়েছে।