রাহা কপূর এখন তারকা-শিশুদের তালিকায় অন্যতম জনপ্রিয় নাম। কখনো রণবীরের কোলে, কখনো আলিয়ার হাত ধরে সে বেরোলে ক্যামেরার ফ্ল্যাশ লেগেই থাকে। চিত্রগ্রাহকেরা রাহার প্রতিটি মুহূর্ত ক্যামেরাবন্দি করতে মুখিয়ে থাকেন, আর সেই ছবিগুলি চোখের পলকেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
তবে শুধু রাহা নয়, ভবিষ্যতে আরও এক নতুন অতিথির জন্যও পরিকল্পনা সেরে রেখেছেন আলিয়া! সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, দ্বিতীয় সন্তানের বিষয়েও চিন্তাভাবনা আগেই করেছেন তাঁরা। তাহলে কি শিগগিরই আরও এক খুদে আসতে চলেছে এই তারকা দম্পতির জীবনে?
সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া জানালেন, সন্তানদের নাম ঠিক করার বিষয়ে তিনি বরাবরই পরিকল্পিত। যখন রাহার নাম বেছে নেওয়া হচ্ছিল, তখনই আরেকটি ছেলের নামও নির্ধারণ করেছিলেন তাঁরা। পরিবারের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই নামকরণ নিয়ে বিস্তর আলোচনা হয়। সেখান থেকেই দুটো নাম বেছে নিয়েছিলেন আলিয়া ও রণবীর।
রাহা নামটি বেছে নিয়েছিলেন রণবীরের মা নীতু কপূর। এই নামের অর্থ শান্তি ও আনন্দ, যা তাঁদের জীবনে নতুন মাত্রা এনে দিয়েছে বলে মনে করেন আলিয়া। তবে এখানেই থেমে থাকেননি তাঁরা। যদি কখনো তাঁদের পুত্রসন্তান আসে, তবে কোন নাম রাখবেন, সেটাও আগেভাগেই ভেবে রেখেছেন!
২০২২ সালের এপ্রিলে বিবাহবন্ধনে আবদ্ধ হন আলিয়া ভাট ও রণবীর কপূর। দাম্পত্য জীবনের কয়েক মাস কাটতে না কাটতেই তাঁরা সুখবর ভাগ করে নেন। একই বছরের ৬ নভেম্বর তাঁদের ঘর আলো করে আসে প্রথম কন্যা, রাহা। এখন কি তবে আবারও খুশির সংবাদ শোনানোর প্রস্তুতি নিচ্ছেন তাঁরা? সময়ই দেবে সেই প্রশ্নের উত্তর!
Leave a comment
Leave a comment