হুগলী জেলার উত্তরপাড়ার প্রতিটি বাড়িতে ২৪ ঘন্টা জল সরবরাহ করতে চলেছে পুরসভা। আজ থেকেই এই জল মিলবে পৌরসভার ১৯ টি ওয়ার্ডে। বাকি পাঁচটা ওয়ার্ডে সব সময় জল সরবরাহ করা হবে আর কিছুদিনের মধ্যেই। আর এতে খুশি এলাকার বাসিন্দারা। উত্তরপাড়া পুরসভার পুরপ্রধান দিলীপ যাদবের দাবি রাজ্যের মধ্য প্রথম ২৪ ঘন্টা জল সরবরাহ তাদের পূরসভাতেই চালু হলো প্রথম। সব আবাসনের বাসিন্দারাও এই এক জল এর সুবিধা পাবেন। তবে দেখতে হবে জলের অপচয় যাতে কোনোভাবেই না হয় জানান চেয়ারম্যান দিলীপ যাদব। এই জল অপচয় নিয়ে জল জীবন মিশনের কাজ চলছে গ্রামে গ্রামে ও বিভিন্ন পৌরসভা এলাকায়। আর তার মধ্য সারাদিন কল খুললেই জল মিলবে পৌরসভার এলাকায় এতে খুশি নাগরিকবৃন্দ। এই পৌর এলাকার হিন্দমোটর এলাকার বাসিন্দা ভজন দে বলেন, এর ফলে আমাদের অনেক সুবিধা হলো সারাদিন প্রয়োজন মতো জল মিলবে। বিভাস বসুর মতে, জলের একটা সমস্যা অতীতে ছিল এই এলাকায় সেটা মিটতে চলেছে এটাই অনেক বড়ো কথা। রাজ্যের পূর ও নগরোন্নয়ন দফতর ১৭৩৩ কোটি টাকা ব্যয় করে গঙ্গার জলকে শোধন করে উন্নত প্রযুক্তির মাধ্যমে পানীয় জল করে বাড়ী বাড়ী পৌঁছে দেবে। পুরসভা কোনো অর্থ ছাড়াই তারা এই পানীয় জল পৌঁছে দেবে বাড়ী বাড়ী। তবে সেই জলের অপচয় রুখতে সবাইকে আবেদন জানানো হচ্ছে। এই জলই যে জীবন সেটাই পুরসভার এই কাজে উঠে এসেছে।