মাত্র আট মাস আগে বিদায় বলেছিলেন আন্তর্জাতিক ফুটবলকে, কিন্তু সিদ্ধান্ত বদলে আবারও ভারতের হয়ে মাঠে নামতে চলেছেন সুনীল ছেত্রী। গত বছরের ৬ জুন, কুয়েতের বিপক্ষে যুবভারতীতে শেষবার জাতীয় দলের জার্সি পরেছিলেন তিনি। তখনই ঘোষণা করেছিলেন তাঁর অবসর। কিন্তু সময়ের সঙ্গে মত বদলে, দেশের জন্য আরও একবার খেলতে চান ভারতীয় ফুটবলের অন্যতম সেরা তারকা।
আগামী ১৯ মার্চ, মালদ্বীপের বিরুদ্ধে ভারতের ম্যাচে তাঁকে দেখা যেতে পারে দলে। বৃহস্পতিবার, ভারতীয় ফুটবল ফেডারেশন এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে জানিয়েছে, “ফিরছেন অধিনায়ক, নেতা, কিংবদন্তি! মার্চে আবারও আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন সুনীল ছেত্রী।”
মার্চ মাসে ভারতের দুটি বড় ম্যাচ রয়েছে। প্রথমটি ১৯ মার্চ, মালদ্বীপের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ। এরপর ২৫ মার্চ, এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশের বিপক্ষে লড়াই করবে ভারত। শিলংয়ে অনুষ্ঠিত এই ম্যাচগুলিতে সুনীলের ফেরার সম্ভাবনা প্রবল।
দীর্ঘ ১৯ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৫০টি ম্যাচ খেলে ৯৪টি গোল করেছেন সুনীল, যা ভারতীয় ফুটবলের ইতিহাসে এক বিরল অর্জন। গত বছর জুন মাসে, শেষবার দেশের হয়ে খেলতে নেমেছিলেন তিনি। যুবভারতীতে বিদায় বেলার মুহূর্তে আবেগপ্রবণ হয়ে দর্শকদের কৃতজ্ঞতা জানিয়েছিলেন। কিন্তু আট মাসের মধ্যেই সেই সিদ্ধান্ত পাল্টে আবারও জাতীয় দলে ফিরছেন তিনি।
প্রথমে নিজেই অবসরের ঘোষণা দিয়েছিলেন, আর এখন নিজেই ফিরছেন! তাঁর প্রত্যাবর্তনের খবরে উচ্ছ্বসিত ফুটবলপ্রেমীরা। আবারও দেশের হয়ে গোলের উৎসবে মাতবেন তো ছেত্রী? উত্তর মিলবে মার্চের ম্যাচগুলিতেই!
Leave a comment
Leave a comment