সুদীপ্ত চট্টোপাধ্যায়
ফের এক বাঙালি সুপ্রিম কোর্টের বিচারপতি হচ্ছেন। সুপ্রিম কোর্টের কলেজিয়ম এর প্রস্তাবে এবার সুপ্রিম কোর্টে যাচ্ছেন হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি। সবকিছু ঠিকঠাক চললে আগামী ২০৩১ সাল নাগাদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব সামলাবেন বিচারপতি জয়মাল্য বাগচী। সেক্ষেত্রে আলতামাস কবীর এর পর ফের একজন বাঙালি হিসেবে দেশের প্রধান বিচারপতির দায়িত্ব সামলাবেন জয়মাল্য বাগচি।
সুপ্রিম কোর্টের তালিকা অনুযায়ী যদি সবকিছু ঠিকঠাক চলে তাহলে সিনিয়রিটির ভিত্তিতে ২০৩১ সাল নাগাদ দেশের প্রধান বিচারপতির পদে বসবেন জয়মাল্য বাগচী। যেহেতু সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের মেয়াদ ৬৫ বছর বয়স পর্যন্ত, সেই হিসেবে দুই হাজার ছত্রিশ সাল পর্যন্ত কাজের মেয়াদ রয়েছে বিচারপতি বাগচীর। অর্থাৎ দীর্ঘ সময় ধরে তিনি দেশের প্রধান বিচারপতি পদে আসীন থাকতে পারেন বলেই আইনজীবী মহল মনে করছে। গোটা দেশে ক্রিমিনাল জাজমেন্ট দেওয়ার ক্ষেত্রে যে কজন স্পেশালিস্ট বিচারপতির নাম নেওয়া হয় তার প্রথম পাঁচ জনের মধ্যে নাম আসে জয়মাল্য বাগচীর। সম্প্রতি কলকাতা হাইকোর্টে কামদুনি কাণ্ডে নাবালিকাকে ধর্ষণ করে খুনের মামলায় খুনের মামলায় নিম্ন আদালতের রায়ে ফাঁসির সাজাপ্রাপ্ত আসামিকে বেকসুর খালাসের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বাগচী। তা নিয়ে সুপ্রিম কোর্টের দারস্থ হয় কামদুনির পরিবার সহ বিভিন্ন গণসংগঠনও। যদিও সুপ্রিম কোর্ট সব জানিয়ে দেয় যে কারণ ও তথ্যানুসন্ধান করে হাইকোর্টের বিচারপতি এই নির্দেশ দিয়েছেন তা যথাযথ এবং ন্যায্য। এ কথা উল্লেখ করে হাইকোর্টের নির্দেশকে বহাল রাখে সুপ্রিম কোর্টও। শুধু তাই নয় দীর্ঘদিন ধরে ক্রিমিনাল ল’ইয়ার হিসেবে হাইকোর্টে যথেষ্ট সুনাম অর্জন করেন জয়মাল্য বাগচী। তারপর বিচারপতি হয়েও তার সেই সুনাম অক্ষুন্ন ছিল এবং গোটা দেশে ক্রিমিনাল জাজমেন্ট দেওয়ার ক্ষেত্রে বিচারপতি হিসেবে জয়মাল্য বাগচীর নাম প্রথম সারির তালিকাতে রয়েছে। অন্যদিকে কলেজিয়মের প্রস্তাব অনুযায়ী ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতির পদে নিযুক্ত হচ্ছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন। কিছুদিন আগেই কলকাতা হাইকোর্ট থেকে মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়।
প্রসঙ্গত সুপ্রিম কোর্টে বর্তমানে বাঙালি বিচারপতি হিসেবে দীপঙ্কর দত্ত যথেষ্ট আলোচিত নাম। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হওয়ার দৌড়েও তিনি রয়েছেন। তবে সুপ্রিম কোর্টের সিনিয়রিটি তালিকার ভিত্তিতে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় দেশের প্রধান বিচারপতি পদে থাকবেন গুজরাট হাইকোর্টের প্রাক্তন বিচারপতি জে বি পারদিওয়ালা। তারপরের বছরেই সম্ভবত কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে বিচারপতি দত্তের। যদিও সুপ্রিম কোর্টের কলেজিয়মে সিনিয়র মেম্বার হিসেবে যথেষ্ট প্রভাবশালী তিনি। বর্তমানে দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, চলতি বছরেই অবসর নেবেন। এরপর তালিকা অনুযায়ী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দায়িত্বভার নেবেন বিচারপতি সূর্যকান্ত। আগামী বছরের বিধানসভা নির্বাচন চলাকালীন তিনি দেশের প্রধান বিচারপতির পদে আসীন থাকবেন বলে জানা যাচ্ছে।