খুন যেন আজকাল জলভাত হয়ে গিয়েছে। পান থেকে চুন খসলেই খুন! এবার রাস্তার ধার থেকে উদ্ধার হল এক যুবতীর দেহ। যুবতীর পরনে ছিল নাইট ড্রেস। তবে চমকে দেওয়ার মতো বিষয় হল, যুবতীর দুই পায়ের পাতায় পেরেক গাঁথা ছিল। দুই পা মিলিয়ে ১০-১১টি পেরেক গাঁথা ছিল বলেই জানা গিয়েছে।
ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে বিহারের নালন্দায়। সেখানে বাহাদুর গ্রামে একটি বড় সড়কের ধারে যুবতীর দেহ পড়ে থাকতে দেখা যায়। পথচলতি মানুষই প্রথম বিষয়টি লক্ষ্য করেন। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে যুবতীর দেহ উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবতীর পরনে শুধু নাইট ড্রেস ছিল। শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পায়ের পাতা ফুটো করে গেঁথে দেওয়া আছে বড় বড় পেরেক। যুবতীর নাম-পরিচয় এখনও জানা যায়নি। মৃত্যুর কারণ জানতে দেহ পোস্ট মর্টেমে পাঠানো হয়েছে।
খুনের কারণ এখনও স্পষ্ট না হলেও, প্রাথমিকভাবে অনুমান, ধর্ষণ করেই খুন করা হয়েছে যুবতীকে। অভিযুক্ত তার চেনা-পরিচিতি হতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই বিস্তারে জানা যাবে।
এদিকে, এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কীভাবে কে বা কারা যুবতীকে মারল এবং তার দেহ এভাবে রাস্তার ধারে ফেলে গেল, তাতে স্তম্ভিত সকলে।
পুলিশের অনুমান, যুবতীকে খুনের আগে ধর্ষণ করা হয়েছে। অভিযুক্ত যুবতীর পরিচিত কেউ হতে পারে বলে মনে করছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এলে খুনের কারণ স্পষ্ট হবে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।