সুদীপ্ত চট্টোপাধ্যায়
অবশেষে যাদবপুর বিশ্ববিদ্যালয় অশান্তি কাণ্ডে টনক নড়ল পুলিশের। হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যেই শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত পড়ুয়া ইন্দ্রানুজ রায়ের অভিযোগের ভিত্তিতে এফ আই আর দায়ের করেছে যাদবপুর থানার পুলিশ। এবার সেই এফ আই আর মোতাবেক অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ বা বয়ান রেকর্ড এর কাজ শুরু করল পুলিশ। যেহেতু হাইকোর্ট নির্দিষ্ট সময়ের মধ্যে পুলিশের কাছে রিপোর্ট তলব করেছে সে কারণেই পুলিশের এই তৎপরতা বলে মনে করছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। ইন্দ্রা রোগের অভিযোগের ভিত্তিতে যে এফআইআর করা হয় সেই এফআইআরে অভিযুক্ত রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু, ওয়েব কুপার অন্যতম সদস্য অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র সহ একাধিক পড়ুয়ারাও। আজ যাদবপুর থানার তিনজন পুলিশ কর্মী অধ্যাপক ওম প্রকাশ মিশ্রের কালিকাপুর এলাকার বাড়িতে যান এবং তার বয়ান রেকর্ড করেন। একইসঙ্গে যাদবপুরের তিন জন পড়ুয়াকে থানায় ডেকে বয়ান রেকর্ড করা হয়। ইতিমধ্যেই যাদবপুরে আহত ছাত্র ইন্দ্রানুজের অভিযোগ গ্রহণ করার পাশাপাশি তার বয়ান রেকর্ড করেছে পুলিশ। আজ সন্ধ্যায় সিপিআইএম নেতা সৃজন ভট্টাচার্যকেও যাদবপুর থানায় ডেকে পাঠানো হয়েছে। তার কাছে যাদবপুর বিশ্ববিদ্যালয় সেদিনের ঘটনার যা যা ভিডিও ক্লিপিং বা ফুটেজ রয়েছে সবকিছু নিয়ে সৃজনকে থানায় আসতে বলা হয়েছে। তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত সৃজন ভট্টাচার্য জানিয়েছেন পুলিশ তার কাছে যা যা জিনিস চেয়েছে সবকিছুই পুলিশকে দেওয়া হবে। তদন্তের সহযোগিতা করতে কোন অসুবিধা নেই বলে জানিয়েছেন সৃজন। তবে যারা মূল অভিযুক্ত তাদের বিরুদ্ধে পুলিশ কি কোন ব্যবস্থা নেবে? এই প্রশ্নও তুলেছেন সৃজন ভট্টাচার্য। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সহ যাদবপুর বিশ্ববিদ্যালয় তৃণমূলের ছাত্র নেতাদের দিকেই যে ইঙ্গিত সৃজন এর তেমনটাই মনে করছেন সংশ্লিষ্ট মহল।