চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের দুরন্ত জয়ের পর সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই বার্তা অভিনন্দনের বদলে বিতর্কের জন্ম দেয়। নেটিজেনরা কমেন্টের বন্যা বইয়ে দেন, আর মূল লক্ষ্য হয়ে ওঠে তৃণমূল সাংসদ সৌগত রায়ের পূর্বের বিতর্কিত মন্তব্য। সৌগত রায় কিছুদিন আগেই প্রকাশ্যে মন্তব্য করেছিলেন, “রোহিত শর্মার ফর্ম ভালো নয়, জাতীয় দলে জায়গা পাওয়ার মতো দক্ষতা নেই।” তবে মাঠে রোহিত অন্য গল্প লিখেছেন। ফাইনালে দুর্দান্ত ব্যাটিং করে দলকে চ্যাম্পিয়ন করেছেন এবং হয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড়। স্বাভাবিকভাবেই, সৌগত রায়ের আগের মন্তব্য সোশ্যাল মিডিয়ায় হাস্যকর হয়ে উঠেছে, আর নেটিজেনরা সেটাকেই ট্রোলের অস্ত্র বানিয়েছেন।
মুখ্যমন্ত্রীর পোস্টের নিচে নানা ধরনের প্রতিক্রিয়া জমতে শুরু করে। এক ব্যবহারকারী সরাসরি মন্তব্য করেন, “যাঁরা রোহিতকে দল থেকে বাদ দেওয়ার পক্ষে ছিলেন, তারা এখন কী বলবেন?” অন্যজন কটাক্ষ করে লেখেন, “ম্যাডাম, আপনার দল তো আগেই প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে!” অনেকে সৌগত রায়ের পুরনো মন্তব্য তুলে এনে তাঁর ছবি সংযুক্ত করে প্রশ্ন করেন, “এবারও কি মত বদলাবেন?” কেউ আবার মজার ছলে লেখেন, “দিদি, এবার সৌগত দাদুকে একটু শাসন করুন!”
এই বিতর্ক এখানেই শেষ হয়নি। কয়েকজন ব্যবহারকারী সরাসরি প্রশ্ন তোলেন, “একজনও বাঙালি খেলোয়াড় নেই দলে, তাহলে কি এটা বাংলার গর্ব, নাকি উপেক্ষার বিষয়?” কেউ আবার রসিকতার ছলে মিম শেয়ার করেন, যেখানে দেখা যাচ্ছে রোহিত শর্মা কংগ্রেস নেত্রী শামা মহম্মদের দিকে ধেয়ে যাচ্ছেন, যা দেখে অনেকে মন্তব্য করেন, “রাজনীতি বনাম ক্রিকেট—এ যেন নতুন লড়াই!”
প্রসঙ্গত, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের আগে ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে সৌগত রায় বলেছিলেন, “রোহিত শর্মা বারবার ব্যর্থ হচ্ছেন, তাঁর জায়গায় অন্য কাউকে সুযোগ দেওয়া উচিত।” তবে ফাইনালে সেই রোহিতই ব্যাট হাতে নেতৃত্ব দিয়ে ভারতকে শিরোপা এনে দেন। ম্যাচের পর সৌগত রায় অবশ্য রোহিতের প্রশংসা করেন, কিন্তু একইসঙ্গে বলেন, “তাঁর এখনই অবসর নেওয়া উচিত!”
এরই মধ্যে কংগ্রেস নেত্রী শামা মহম্মদ কিছুদিন আগে রোহিত শর্মার শারীরিক গঠন নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। সেই প্রসঙ্গেই বিজেপির বিরোধিতা করতে গিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায়ও রোহিতের পারফরম্যান্স নিয়ে নেতিবাচক মন্তব্য করেন, যা পরবর্তীতে আরও বিতর্কের জন্ম দেয়। কিন্তু শেষ পর্যন্ত যে ক্রিকেটারের পারফরম্যান্স নিয়ে এত বিতর্ক হয়েছিল, সেই তিনিই চ্যাম্পিয়ন দলের নেতা হয়ে ওঠায় সৌগতের পুরনো মন্তব্য ঘিরে নতুন করে সমালোচনা শুরু হয়েছে। আর সেই সুযোগেই মমতার অভিনন্দন পোস্টকে ঘিরে ট্রোলের ঢেউ তুলে দিয়েছেন নেটিজেনরা।
Leave a comment
Leave a comment