সুদীপ্ত চট্টোপাধ্যায়
রাজ্য সচিবালয় নবান্নে গিয়ে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ নেতা নওসাদ সিদ্দিকি। মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় ২৫ মিনিট বৈঠক হয়েছে তার।এদিন নওসাদ নবান্নে যেতেই রাজ্য রাজনীতিতে কৌতূহলের স্রোত বইতে শুরু করেছে। নওসাদ অবশ্য দাবি করেন, রাজনৈতিক বোঝাপড়া নিয়ে কোনও কথা হয়নি। তিনি বলেন, “বিধানসভাতেও এই বিষয়টি তুলেছিলাম যে বিধায়ক তহবিলের টাকা পঞ্চায়েত সমিতি খরচ করছে না। ফেলে রাখছে। তাতে সাধারণ মানুষেরই ক্ষতি হচ্ছে।” নওসাদ দাবি করেছেন, তিনি মুখ্যমন্ত্রীর কাছে এই মর্মেই অভিযোগ করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করেছেন। মুখ্যমন্ত্রী তাঁকে জানিয়েছেন, ব্যাপারটা তিনি দেখবেন। মুখ্যমন্ত্রীর আশ্বাস ,পঞ্চায়েত সমিতি অবশ্যই বিধায়কের প্রস্তাবমতো টাকা খরচ করবে।
এর আগেও একবার নবান্নে গিয়েছিলেন নওসাদ। তবে সেবার মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়নি। কিন্তু সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর দেখা হয়েছে। দীর্ঘ কথাও হয়েছে।