ভূতুড়ে ভোটার খুঁজতে ময়দানে নেমেছেন তৃণমূলের নেতারা। মুখ্যমন্ত্রীর নির্দেশে ভূতুড়ে ভোটার খুঁজতে বাড়ি বাড়ি ঘুরছেন তারা। বাড়ি বাড়ি গিয়ে মিলিয়ে দেখছেন ভোটার তালিকা। সারা রাজ্য জুড়ে চলছে এই কর্মসূচি।
সোমবার তৃণমূলের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায়, যুব সভাপতি তুষার কান্তি দত্ত, বিন্নাগুরি গ্রাম পঞ্চায়েতের প্রধান সমিজুদ্দিন আহমেদ স্থানীয় নেতারা একই কাজে নেমে পড়েন। তারা আমবাড়ির কামারভিটা বুথে ভোটার তালিকা খতিয়ে দেখেন। এব্যাপারে তৃণমূলের ব্লক সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায় বলেন, গত কয়েকদিন থেকে রাজগঞ্জ ব্লকের বিভিন্ন জায়গায় ভূতুড়ে ভোটার খোঁজা হচ্ছে। একইভাবে কামারভিটা বুথে ভূতুড়ে ভোটারের খোঁজ চালানো হচ্ছে। এখানে এমন কয়েকজনের নাম পাওয়া গিয়েছে যাদের এখানে ছাড়াও অন্য জায়গাতে ভোটার তালিকায় নাম রয়েছে। কারো আবার তালিকায় ডবল নাম। এছাড়া ভোটার মৃত হলেও তার নাম তালিকায় রয়ে গিয়েছে। শুধু কামারভিটা বুথ নয়, রাজগঞ্জ ব্লকের বিভিন্ন জায়গায় এরকম ত্রুটি লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যে এমন শতাধিক ভোটারের নাম জেলা নেতৃত্বের কাছে পাঠানো হয়েছে। এই ভূতুড়ে ভোটার খোঁজার কর্মসূচি আরও চলবে।
অপরদিকে ভুয়ো ভোটার প্রসঙ্গে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের এসসি ওবিসি ছেলের সভাপতি কৃষ্ণ দাস বলেন, ভুয়ো ভোটার নিয়ে ইতিমধ্যেই আমরা বিভিন্ন এলাকায় খোঁজ খবর চালাচ্ছি। রিপোর্ট উচ্চ নেতৃত্বের কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে।
তবে জেলা বিজেপি নেতা জীবেশ দাস এই ঘটনায় তৃণমূলকে একহাত নেন।