বেশ কিছুদিন শান্ত থাকার পর ফের অশান্ত সিরিয়া।গত ডিসেম্বরেই প্রায় ঝড়ের গতিতে আসাদকে সরকারকে ক্ষমতাচ্যুত করার পর দামাস্কাস দখল করে নতুন সিরিয়ার স্বপ্ন দেখিয়েছিল বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) এবং তাদের সহযোগী ‘জইশ আল-ইজ্জা’র যৌথবাহিনী। কিন্তু কোথায় শান্তি? সিরিয়া যেন আছে সিরিয়াতেই। গৃহযুদ্ধ, হিংসা কবলিত সিরিয়ায় প্রেসিডেন্ট ক্ষমতাচ্যুত হওয়ার পরও থামছে না প্রাণঘাতী সংঘাত। এবার সিরিয়ার রক্তক্ষয়ী সংঘাতে প্রতিশোধ-হত্যার শিকার হচ্ছে আলাওয়াইট নামে এক সংখ্যালঘু শ্রেণি।যেখানে তাদের বাস সেখানে ধরে ধরে গণহত্যা শুরু হয়েছে বলে অভিযোগ।সিরিয়ার জনসংখ্যার প্রায় ৭০-৭৫ শতাংশ সুন্নি মুসলিম। আসাদ জমানার পতনের পর থেকেই আলাউইত সম্প্রদায় ও সুন্নিদের মধ্যে সংঘর্ষ লেগে আছে।এখন আলাওয়াইট এলাকায় এলাকায় ঢুকে গণহত্যা, বাড়িতে আক্রমণ এবং জোর করে ভিটেমাটি থেকে উচ্ছেদ করা-সহ রীতিমতো তাণ্ডবলীলা চালাচ্ছে সিরিয়ান সেনা ও সুন্নিরা।
আলাওয়াইট আসলে কারা?
কিন্তু কারা এই আলাওয়াইট? আসলে হল ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠী যারা আসাদের আমলে বেশ ক্ষমতাশালী হয়ে উঠেছিল। প্রেসিডেন্ট আসাদ নিজে ছিলেন এই গোষ্ঠীভূক্ত লোক। তাঁর আমলে প্রশাসন এবং সামরিক বিভাগের গুরুত্বপূর্ণ পদে ঢুকে পড়েছিল আলাওয়াইটরা। আসাদ জমানা শেষ হতেই পাল্টে যায় অবস্থান।
সিরিয়ায় ক্ষমতায় থাকা গোঁড়া ইসলামিক রীতি মেনে চলা সুন্নি গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) ও তার সঙ্গে হাত মেলানো অন্য গোঁড়া গোষ্ঠীগুলোর লাগাতার হামলায় মাত্র কয়েকদিনে মৃতের সংখ্যা ছাড়িয়েছে হাজারের অনেক বেশি।অনেক মৃতের তথ্যই সামনে আসছে না বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা সিরিয়ান ওয়ার মনিটর।সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, নিহতদের মধ্যে অধিকাংশই সংখ্যালঘু অসামরিক নাগরিক, যাদের বেশিরভাগকেই কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছে।
নতুন করে গৃহযুদ্ধের ক্ষত
সেদেশের সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে চলা সংঘর্ষে নিহতের সংখ্যা মাত্র ২দিনে ১০০০ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা সিরিয়ান ওয়ার মনিটর।সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, নিহতদের মধ্যে ৭৪৫ জনই বেসামরিক নাগরিক, যাদের বেশিরভাগই কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছে। বলা হচ্ছে গত ১৪ বছরের সিরিয়া সংঘাতের ইতিহাসে এটি সবচেয়ে ভয়াবহ সহিংসতার ঘটনাগুলোর মধ্যে একটি। এমন ছবি প্রকাশ এসেছে যেখানে একটি বাড়ির বাইরে সাদা পোশাক পরা কয়েক ডজন লাশ স্তূপাকারে পড়ে থাকতে দেখা গেছে, পাশে রক্তের দাগ এবং কান্নারত মহিলাদের দেখা গেছে। অন্যান্য ভিডিওতে দেখা গেছে যে সামরিক পোশাক পরা পুরুষরা কাছ থেকে গুলি করে মানুষ হত্যা করছে। গৃহযুদ্ধের ক্ষত বয়ে বেড়ানো দেশে নতুন করে হামলার ঘটনায় উদ্বেগ বেড়েছে সাধারণ মানুষের মধ্যে।
আলাওয়াইট সংখ্যালঘু শ্রেণির বাস মূলত সিরিয়ার উপকূলবর্তী এলাকা লাটাকিয়া এবং টারটসে। জানা যাচ্ছে গত কয়েক দিন ধরেই সংখ্যালঘু সম্প্রদায়ের এই মানুষদের উপর লাগাতার হামলা চালানো হচ্ছে। একাধিক গ্রামাঞ্চলে গণহত্যা থেকে শুরু করে বাড়িঘর পুড়িয়ে দেওয়া ও জোরকরে ঘর ছাড়া করা সহ একাধিক চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসছে। আলাওয়াইট অধ্যুষিত এলাকাগুলিতে বিদ্যুৎ ও খাবার জলের সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ক্ষমতাচ্যুত হওয়ার পর বন্ধুরাষ্ট্র রাশিয়ায় আশ্রয় নিয়েছেন আসাদ। কোনও কোনও আলাওয়াইট সম্প্রদায়ের মানুষ সীমান্ত পেরিয়ে রাশিয়ায় পালিয়ে যেতে পেরেছেন। যারা পারেন নি তারা আজ দেশে নতুন গৃহযুদ্ধের পরিস্থিতিতে আতঙ্কে দিন কাটাচ্ছেন যে কোনও মুহুর্তে মৃত্যুর অপেক্ষায়।