সম্প্রতি দুবাইয়ের গ্যালারিতে ভারতের স্পিনার যুজবেন্দ্র চাহালকে এক মহিলার সঙ্গে দেখা যায়, যার পরদিনই ধনশ্রী বর্মা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন ইনস্টাগ্রামে। সোমবার তিনি লেখেন, মেয়েদের দোষ চাপানোটা সবসময় ফ্যাশনেই থাকে। যদিও পোস্টে কোনও নাম উল্লেখ করা হয়নি, তবে নেটিজেনদের ধারণা, চাহাল ও ধনশ্রীর ডিভোর্স মামলা নিয়ে ট্রোলিংয়ের প্রতিক্রিয়া হিসেবে ধনশ্রী এই মন্তব্য করেছেন।
চাহাল এবং ধনশ্রীর ডিভোর্সের খবর কয়েক সপ্তাহ ধরে মিডিয়ায় ঘুরছে। কিছু সূত্র দাবি করেছিল যে তাদের বিবাহ-বিচ্ছেদ হয়ে গেছে এবং আইনি প্রক্রিয়া মিটে গেছে, কিন্তু ধনশ্রীর আইনজীবী অদিতি মোহন এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছেন। তিনি বলেছেন, বিষয়টি বিচারাধীন, তাই কিছু বলা ঠিক হবে না। অনেক বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ছে।
এদিকে, দুবাইয়ের গ্যালারিতে চাহাল যে মহিলার সঙ্গে ছিলেন, তিনি নাকি একজন রেডিও জকি (আরজে)। কিছুদিন আগেও তাদের একসঙ্গে দেখা গিয়েছিল। তবে বিষয়টি নিয়ে চাহাল বা ওই মহিলার পক্ষ থেকেও কোনও মন্তব্য করা হয়নি, ফলে জল্পনা থামছে না।
এমন সময়, সোশ্যাল মিডিয়ায় উঠে আসে উরফি জাভেদের বক্তব্য। তিনি বলেন, ধনশ্রী আমাকে সমর্থন জানিয়েছিল। আমি মনে করি, তার সঙ্গে সঠিক আচরণ করা হচ্ছে না। তাই আমি তার পাশে দাঁড়িয়েছিলাম।
এদিকে, চাহাল এবং ধনশ্রীর ডিভোর্স নিয়ে যে কানাঘুষো চলছে, তা এখনও থামছে না। তাদের ব্যক্তিগত জীবন নিয়ে এই আলোচনা কবে শেষ হবে, তা বলার উপায় নেই।