দেশজুড়ে আবহাওয়ার চরম ভোলবদল চলছে। একাধিক ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝার জেরে বিভিন্ন রাজ্যে বৃষ্টি, ঝড় ও তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (IMD)। বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম অংশে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় হয়েছে, যা প্রবল বৃষ্টি ঘটাতে পারে দক্ষিণ ভারতে। আগামী ২৪ ঘণ্টায় তামিলনাড়ু, পুদুচেরি ও করাইকাল এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া, কেরল, মাহে ও অরুণাচল প্রদেশেও বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে অসম, মেঘালয়, সিকিম, নাগাল্যান্ড ও কর্নাটকে। পশ্চিম হিমালয়ের পার্বত্য এলাকায় নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকে পড়েছে। এর ফলে ১৪ মার্চ পর্যন্ত জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে ভারী বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, দেশজুড়ে তাপমাত্রা বাড়ছে। *রাজস্থান, গুজরাট, বিদর্ভ ও ওড়িশায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। কর্ণাটক, কোঙ্কন ও গোয়াতেও প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। IMD জানাচ্ছে, ১২ মার্চ থেকে দিল্লিতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়বে। ১৩, ১৪ ও ১৫ মার্চ হালকা বৃষ্টি হতে পারে। এই সময় রাজধানীর তাপমাত্রা কিছুটা কমবে, তবে ১৭ মার্চ থেকে ফের তাপমাত্রা বৃদ্ধি পাবে।
আজ দার্জিলিং, কালিম্পং-সহ পার্বত্য জেলাগুলিতে বৃষ্টি শুরু হবে, যা বুধবার থেকে আরও বাড়বে। শুক্রবার, হোলির দিনে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা ক্রমশ বাড়বে, তবে উপকূলের কাছাকাছি সমুদ্র উত্তাল হতে পারে। বঙ্গোপসাগর ও লাক্ষাদ্বীপ সংলগ্ন সমুদ্র উত্তাল থাকবে। ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই, মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।
সমগ্র দেশেই আবহাওয়ার পরিবর্তন নজর কাড়ছে। কোথাও ভারী বৃষ্টি, কোথাও প্রচণ্ড গরম—আবহাওয়া নিয়ে সতর্কতা জারি করেছে IMD।