হোলির আগ মুহূর্তে বুধবার সকাল থেকে বৃষ্টি শুরু হওয়ায় শীতে রামের লক্ষ্য করা যাচ্ছে জলপাইগুড়ি জেলা জুড়ে
আবহাওয়া দফতরের পূর্বাভাস আগেই ছিলো,এদিন সকাল থেকেই জলপাইগুড়ির মাটি ভিজে উঠলো ইলশেগুঁড়ি বৃষ্টিতে।
চৈত্র মাসের শেষে নতুন করে শীতের আমেজ তিস্তা পাড়ের এই শহরে। প্রাত ভ্রমকারীদের মনে বাড়তি আনন্দ শেষ শীতের আমেজ উপভোগ করার।
তবে হঠাৎ এই বৃষ্টিতে কিছুটা হলেও অসুবিধা সম্মুখীন সাধারণ নাগরিকেরা।
Jalpaiguri
Date: 12.03.2025
Minimum: 19.2°C
RH: 075%
Rainfall 24 hrs: Trace
Yesterday’s Maximum: 32.4°C