জীবনের ঝুঁকি নিয়ে এভাবেই রাস্তা পারাপার করছেন সাধারণ মানুষজন। যার জন্য প্রায় প্রত্যেকদিনই দুর্ঘটনা ঘটছে ফুলবাড়ির বিভিন্ন এলাকায়। আজও তার ব্যতিক্রম হয়নি, বুধবার দুপুর নাগাদ ফুলবাড়ী বাইপাস এলাকায় রাস্তা পারাপার হতে গিয়ে বাইকের ধাক্কায় এক মহিলা গুরুতর আহত হয়। এলাকাবাসী সূত্রে গিয়েছে, সে মহিলা শিলিগুড়ি থেকে এসে ফুলবাড়ী এলাকার একটি বেসরকারি হাসপাতালে সামনে রাস্তা পার হচ্ছিলেন। সেই সময় পিছন থেকে আসা একটি বাইক সজোরে এসে ধাক্কা মারে মহিলাকে। ফলে রাস্তার মাঝেই লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি স্থানীয়রা ছুটে এসে মহিলাকে উদ্ধার করে। ফুলবাড়িতে পাশেই একটি হাসপাতালে পাঠান। যদিও বর্তমানে তিনি সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এবং মহিলার মাথায় গুরুতর চোট লেগেছে বলে জানা যায়। তবে এলাকাবাসীদের অভিযোগ দীর্ঘদিন যাবত ফুলবাড়ী এলাকায় এশিয়ান হাইওয়ে রাস্তা তৈরি হয়েছে। আর সেই হাইওয়ের মাঝখানে রয়েছে লোহার রেলিং এবং রেলিং কেটেই জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছে ফুলবাড়ির বিভিন্ন এলাকার পথ চলতি সাধারণ মানুষজন।
যার জন্য দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়তই। আর তাই এলাকা বাসীরা চাইছেন প্রশাসন গুরুত্ব সহকারে দুর্ঘটনা এড়াতে সেই লোহার রেলিং বন্ধ করে দিয়ে ব্যবস্থা গ্রহণ করুক। না হলে বারবার এই দুর্ঘটনার শিকার হতে হবে সাধারণ মানুষকে।
Leave a comment
Leave a comment