জলপাইগুড়ির নাগরাকাটা ব্লকের চেংমারী চা বাগানের ঘটনা। বুধবার বিকেলে বিন্নাগুড়ি ও ডায়না রেঞ্জের বনকর্মীরা ওই পুরুষ বাইসনের দেহটিকে বাগানের এইচ ওয়ান এবং এইচ টু সেকশনের মাঝখান থেকে উদ্ধার করেন। গতকাল, মঙ্গলবার ওই বাগানটিতে একসাথে তিনটি বাইসন ঢুকে পড়ে এলাকায়। দিনভর দাপাদাপির পর সন্ধ্যের মধ্যে দুটি ফেরত গেলেও একটি বাইসন বাগানেই রয়ে যায়। বুধবার সকালে ফের বাইসনটি দাপাদাপি শুরু করে। পরে তার মৃত্যু হয়। বাইসনের হৃদযন্ত্র প্রাকৃতিক কারনেই কমজোরি হয়। দাপাদাপির ধকল সইতে না পেরেই জন্তুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে বলে বন দফতরের প্রাথমিক অনুমান। বনকর্তারা জানিয়েছেন দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।