চৈত্রের শুরুতেই গরমের দাপট বাড়তে চলেছে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী রবিবার পারদ ছুঁতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস! বিশেষ করে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও পশ্চিম বর্ধমানে জারি করা হয়েছে তাপপ্রবাহের সতর্কতা।
দোলের দিন, শুক্রবার, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। পরের কয়েকদিনে বিভিন্ন জেলায় তাপমাত্রা পৌঁছাতে পারে ৩৮ ডিগ্রি পর্যন্ত। তবে উত্তরবঙ্গের চিত্র কিছুটা আলাদা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে, দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকলেও উপকূলীয় এলাকায় বাড়ছে উদ্বেগ। আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর উপকূলে সামুদ্রিক জলোচ্ছ্বাস হতে পারে। ঢেউয়ের উচ্চতা ০.৫ থেকে ০.৬ মিটার পর্যন্ত উঠতে পারে এবং তা স্থায়ী হতে পারে ১৫-২০ সেকেন্ড পর্যন্ত।
কলকাতার তাপমাত্রাও উর্ধ্বমুখী। বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৮ ডিগ্রি সেলসিয়াস, আর মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছিল ৩৩.৩ ডিগ্রিতে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ২৭ থেকে ৮৯ শতাংশের মধ্যে থাকছে, যা অস্বস্তি আরও বাড়াতে পারে।
আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের প্রবল দাপট অব্যাহত থাকবে বলেই ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর। তাই সাবধানতা অবলম্বন করা জরুরি।