সুদীপ্ত চট্টোপাধ্যায়
ঘাটালের পর এবার মালদা-মুর্শিদাবাদ। গঙ্গা ভাঙ্গন রোধে মালদা ও মুর্শিদাবাদের জন্য রাজ্য সরকার একটা মাস্টার প্লান করতে চলেছে। আজ বিধানসভায় সেচমন্ত্রী মানস ভুঁইয়া একথা জানান। বিধানসভায় নদী ভাঙন প্রসঙ্গে বিজেপি বিধায়ক গোপাল সাহার প্রশ্নের জবাব দিতে গিয়ে শেষমন্ত্রী জানান নদী বাঁধ ভাঙনে বিভিন্ন জেলার হাজার হাজার মানুষ জমি, বাড়ি, স্কুল হারাচ্ছেন। তা সত্বেও এই খাতে কেন্দ্র সরকার রাজ্যকে টাকা দিচ্ছে না। সেচমন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও মুর্শিদাবাদে নদী ভাঙ্গন ও নদীবাঁধ নিয়ে বিশেষ পরিকল্পনা নিয়েছেন। শীঘ্রই তার রূপায়ণ শুরু হবে হলেও জানান সেচমন্ত্রী। কেন্দ্রীয় সরকার যাতে রাজ্যকে নদী ভাঙন মোকাবিলায় প্রয়োজনীয় টাকা বরাদ্দ করে সেব্যাপারে সেচমন্ত্রী বিজেপি বিধায়কদের উদ্দেশে আবেদন জানান। উল্লেখযোগ্য, ইতিমধ্যেই ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে কেন্দ্রীয় সরকার টাকা বরাদ্দ করেছে। রাজ্য সরকার ও তাদের প্রকল্প শেয়ার অনুযায়ী টাকা বরাদ্দ করেছে। যদিও প্রয়োজনের তুলনায় যাবতীয় বরাদ্দ যথেষ্ট অপ্রতুল বলে মনে করা হলেও কেন্দ্রীয় সরকার যদি বরাদ্দ বাড়িয়ে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য টাকা দেয় তাহলে তিন বছর বন্যার হাত থেকে ঘাটাল সহ পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অংশ অনেকটাই নিষ্কৃতি পাবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।