হোলি এবং রমজান উৎসবের আগে সাধারণ মানুষের জন্য বড়সড় উপহার ঘোষণা করল কেন্দ্র সরকার। এবার নির্দিষ্ট শ্রেণির মানুষের জন্য বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উৎসবের মরশুমে সাধারণ মানুষের ওপর আর্থিক চাপ কমাতে এবং উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের সহায়তা করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (PMUY) আওতায় থাকা গ্রাহকদের জন্যই এই বিশেষ সুবিধা ঘোষণা করা হয়েছে। উজ্জ্বলা যোজনা চালু হওয়ার পর থেকে দেশের বহু দরিদ্র পরিবার রান্নার গ্যাস সংযোগ পেয়েছেন। এবার সেই সুবিধাভোগী গ্রাহকরাই বিনামূল্যে সিলিন্ডার পাওয়ার সুযোগ পাবেন। জানা গেছে, উৎসবের মরশুমে এক মাসের মধ্যে প্রতি পরিবার একটি করে বিনামূল্যে সিলিন্ডার পাবে। ইতিমধ্যেই গ্যাস সংস্থাগুলিকে এই বিষয়ে নির্দেশ পাঠানো হয়েছে।
সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, এই সুবিধা শুধুমাত্র উজ্জ্বলা যোজনার আওতায় থাকা গ্রাহকদের জন্যই প্রযোজ্য। উজ্জ্বলা যোজনায় যারা ইতিমধ্যেই নথিভুক্ত হয়েছেন, তারাই এই সুবিধা পাবেন। যারা এখনও এই প্রকল্পে নাম নথিভুক্ত করেননি, তারা নিকটবর্তী গ্যাস সংস্থার অফিসে গিয়ে নির্দিষ্ট কাগজপত্র জমা দিয়ে উজ্জ্বলা যোজনার আওতায় নাম অন্তর্ভুক্ত করতে পারবেন।
সরকারি সূত্রে আরও জানা গেছে, হোলি এবং রমজানের আগে এই সুবিধা কার্যকর করা হবে। উৎসবের আগে যাতে সুবিধাভোগীরা বিনামূল্যে সিলিন্ডার সংগ্রহ করতে পারেন, সে জন্য গ্যাস সংস্থাগুলিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। সুবিধাভোগীরা স্থানীয় গ্যাস এজেন্সির সঙ্গে যোগাযোগ করে এই সুবিধা নিতে পারবেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা চালু হওয়ার পর থেকে দেশের বহু দরিদ্র পরিবার রান্নার গ্যাস সংযোগ পেয়েছেন। এই প্রকল্পের মাধ্যমে গ্যাস সংযোগের পাশাপাশি ভর্তুকির সুবিধাও দেওয়া হয়েছে। এবার বিনামূল্যে সিলিন্ডার দেওয়ার ঘোষণায় সেই সুবিধা আরও একধাপ এগিয়ে গেল। এই সিদ্ধান্তে উৎসবের মরশুমে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।
সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে উজ্জ্বলা যোজনার আওতায় প্রায় ৯ কোটি পরিবার রান্নার গ্যাস সংযোগের সুবিধা পাচ্ছে। এবার বিনামূল্যে সিলিন্ডার দেওয়ার সিদ্ধান্তে সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশা করা হচ্ছে। উৎসবের আগে এই সিদ্ধান্তে সাধারণ মানুষের মধ্যে ইতিমধ্যেই ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।