সুদীপ্ত চট্টোপাধ্যায়
এই মুহূর্তে রাজ্যের ২৯১৪ টি হাসপাতাল স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায়। যদি কোনও হাসপাতাল কর্তৃপক্ষ রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী কার্ড অস্বীকার করে তাহলে স্বাস্থ্য সাথী কার্ডে যে ফোন নম্বর রয়েছে সেই নম্বরে ফোন করলেই সঙ্গে সঙ্গে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। বিধানসভায় একথা জানান রাজ্যের স্বাস্থ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
চন্দ্রিমা বলেন, স্বাস্থ্য সাথীর কার্ডের ফোন নম্বরে ফোন করলেই রোগীর পরিবারকে সঠিক গাইড করে দেওয়া হবে। পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী অধিবেশনে জানান, যদি কোন হাসপাতালে রোগী নিতে অস্বীকার করে তাহলেও সেই ফোন নাম্বারের মাধ্যমেই অভিযোগ করা যাবে।
আমতার বিধায়ক সুকান্ত পালের স্বাস্থ্যসাথী কার্ড সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত,এই রাজ্যে স্বাস্থ্যসাথী প্রকল্পে ৮ কোটি ৭২ লক্ষ ৫৭ হাজার ৬০৭ জনকে নথিভুক্ত করা হয়েছে। এজন্য ২০২১-২০২২ অর্থবর্ষে ২২৬৩ কোটি,
২০২২-২৩ এ ২৬৩০ কোটি ও ২০২৩-২৪ অর্থবর্ষে ২৬৯৪ কোটি ৬৪ লক্ষ টাকা ব্যয় করেছে রাজ্য।
স্বাস্থ্যসাথী প্রকল্পে ২০২৩-২৪ অর্থবর্ষে রাজ্যে মোট ২১ লক্ষ ২৮ হাজার ৮৩৪ জন মানুষ ২৬৯৪ কোটি ৬৪ লক্ষ ০৯ হাজার ৬৩১ টাকা পেয়েছেন বলেও জানান চন্দ্রিমা। তিনি আরো জানান স্বাস্থ্য সাথী কার্ডে যে ফোন নম্বর উল্লেখ করা আছে। সেটি দিবারাত্র খোলা থাকে। ফলে রোগীর পরিবার কোন অসুবিধায় পড়লে বা কোন হাসপাতাল যদি স্বাস্থ্যসাথী কার্ড অস্বীকার করে তাহলে তৎক্ষণাৎ ওই নম্বরে ফোন করলে সরকারি উদ্যোগে ব্যবস্থা নেওয়া হবে।