আজকের আইপিএল ম্যাচে বিশাপত্তনমের মাঠে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস এবং লখনউ সুপার জায়ান্টস। দিল্লির সেকেন্ড হোম গ্রাউন্ডে অনুষ্ঠিত এই ম্যাচ নিয়ে ক্রিকেটপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে। তবে ম্যাচের থেকেও বড় আকর্ষণ, দুই দলে থাকা প্রাক্তন সতীর্থদের মুখোমুখি হওয়া। ঋষভ পন্থ এবং লোকেশ রাহুলের জন্য এই ম্যাচটা আবেগের, কারণ তাঁরা দু’জনেই প্রাক্তন দলের বিপক্ষে মাঠে নামছেন। দিল্লির ক্যাপ্টেন অক্ষর প্যাটেল, দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে দলকে নেতৃত্ব দিচ্ছেন। স্টপগ্যাপ ক্যাপ্টেনের ভূমিকা পালন করার পর এবার পাকাপাকি অধিনায়কত্বের দায়িত্ব তাঁর হাতে। দিল্লি এ বছর নিজেদের দল বেশ গোছানোভাবে তৈরি করেছে। কোর প্লেয়ারদের ধরে রাখার পাশাপাশি মেগা অকশনে ফাফ ডুপ্লেসি, মিচেল স্টার্কের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের অন্তর্ভুক্ত করেছে। ফাফকে অক্ষরের ডেপুটি হিসেবে বেছে নেওয়া হয়েছে। অন্যদিকে, লখনউয়ের নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন দিল্লির প্রাক্তন অধিনায়ক ঋষভ পন্থ। পন্থের জন্যও আজকের ম্যাচটা আবেগঘন।
তবে লখনউ মরসুম শুরুর আগেই বেশ কয়েকটি চোট-আঘাতে সমস্যায় পড়েছে। মিচেল মার্শ শুধুমাত্র ব্যাটার হিসেবে খেলছেন। বাঁ হাতি পেসার মহসিন খান চোটের জন্য ছিটকে গেছেন, তাঁর পরিবর্তে শার্দূল ঠাকুরকে নেওয়া হয়েছে। আবেশ খান এবং এক্সপ্রেস পেসার মায়াঙ্ক যাদবের চোটও লখনউকে ভাবাচ্ছে। তবুও খাতায়-কলমে শক্তিশালী দল গড়েছে তারা।
দিল্লির সম্ভাব্য একাদশে ফাফ ডুপ্লেসি, মিচেল স্টার্ক, কুলদীপ যাদবের মতো অভিজ্ঞতা রয়েছে। অন্যদিকে, লখনউয়ের হয়ে পন্থ, পুরান, মিলারের মতো মারকাটারি ব্যাটাররা আছেন। আজকের ম্যাচে দুই দলের একাদশ কীভাবে সাজানো হয়, তা নিয়েও কৌতূহল রয়েছে।
দুই দলের লড়াইয়ে শুধু পয়েন্ট নয়, প্রাক্তন সতীর্থদের মুখোমুখি লড়াইও জমিয়ে তুলবে ম্যাচ। দিল্লির মাঠে লখনউয়ের অধিনায়ক পন্থ এবং দিল্লির প্রাক্তন অধিনায়ক রাহুল — এই দ্বন্দ্ব নিঃসন্দেহে আজকের ম্যাচের প্রধান আকর্ষণ। এখন দেখার, কোন দল হাসবে শেষ হাসি!