সুদীপ্ত চট্টোপাধ্যায়
রাজ্যের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল আনুষ্ঠানিক ভাবে আজ (বৃহস্পতিবার) দায়িত্বভার নেবেন। আর চেয়ারে বসেই অন্যান্য রাজ্যের সিইওদের সঙ্গে নির্বাচন কমিশনের ভার্চুয়াল বৈঠকে যোগ দেবেন নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। একজন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে আজ তাকে দায়িত্ব বুঝিয়ে দেবেন ভারপ্রাপ্ত মুখ্য নির্বাচনে আধিকারিক দিব্যেন্দু দাস। সকাল ১১ টা থেকেই শুরু হবে সব রাজ্যের সিইও দের নিয়ে নির্বাচন কমিশনের ভার্চুয়াল বৈঠক। সেই বৈঠকে যোগ দেবেন নতুন দায়িত্বপ্রাপ্ত পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল।
১৯৯০ ব্যাচের আইএএস মনোজ কুমার আগরওয়াল এতদিন বন ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিবের দায়িত্ব পালন করেছেন। মধুখালী নবান্নর অনুমতিক্রমে মনোজ আগরওয়ালকে রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকের পদে নিযুক্ত করার নির্দেশিকা জারি করে রাজভবন। তাঁর ছেড়ে যাওয়া বন দফতরের প্রধান সচিব হলেন ইন্ডিয়ান ফরেষ্ট সার্ভিসের (আইএফএস) দেবল রায়। তিনি প্রধান মুখ্য বনপালের দায়িত্বও সামলাবেন। বিপর্যয় মোকাবিলা দপ্তরের দায়িত্ব সামলাবেন আইএএস রাজেশ কুমার সিনহা। তিনি আবাসন, ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের সঙ্গে অতিরিক্ত দায়িত্ব হিসেব এই পদ সামলাবেন। পাশাপাশি আরও কিছু সরকারি দপ্তরের সচিব পদে যেদিন দাত বদল করা হয় ।খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দপ্তরের সচিব স্মারকী মহাপাত্রকে পশ্চিমবঙ্গ খনিজ উন্নয়ন ও বাণিজ্যিক নিগমের অধিকর্তার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল। ওই পদে এতদিন ছিলেন পি মোহন ।জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার দপ্তরের অতিরিক্ত সচিব অংশুল গুপ্তাকে কেএমডিএ–র সিইও করা হল। এই পদে এতদিন ছিলেন রাজেশ কুমার সিনহা।