পরিতোষ সাহা:বীরভূম
রামনবমীর মিছিলে জল ও লাড্ডু বিতরণ করলেন বগটুই গ্রামের সাত মুসলিম যুবক।রামপুরহাটে মহুকুমা শাসকের বাংলোর সামনে এই সাত যুবক জলের বোতল ও লাড্ডু বিতরণ করে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির সৃষ্টি করলেন।
বগটুই।যে এলাকাটির নাম শুনলেই রাজ্য বাসীর মনে পড়ে ২০২২ সালের ২১ মার্চের রাতের কথা।বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু সেখকে বোমা মেরে খুনের পরে,এই গ্রামের কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দেয় ভাদুর অনুগামীরা। সেই আগুনে পুড়ে মারা যান ১০ জন।রাজ্য রাজনীতি উত্তাল হয়ে ওঠে।সেই গ্রামেরই রিয়াজুল হক,রাজীব সেখেরা এক দৃষ্টান্ত স্থাপন করলেন।
রামনবমীর মিছিলে রিয়াজুল,রাজীবরা জল ও লাড্ডু বিতরণ করলেন।মিছিলে অংশগ্রহণকারীদের উদ্দ্যেশ্যে ছুঁড়ে দিলেন ফুলের পাঁপড়ি।কিন্তু কেন এই ভাবনা? রিয়াজুল হক বলেন,“আমরা এর আগে শিবরাত্রীতেও এই ভাবে জল বিতরণ করেছিলাম।কিন্তু রামনবমীতে প্রথম।গতকাল আমরা সাত বন্ধু মিলে সিদ্ধান্ত নেওয়ার পর।২৫০০ জলের বোতল ও লাড্ডু কিনে,সকাল থেকে মিছিল শেষ হওয়া পর্যন্ত বিতরণ করি।আমরা প্রত্যেকেই বগটুই গ্রামের বাসিন্দা।আমরাও চাই,বগটুই শুধু ২০২২ সালের ২১ মার্চের রাতের নয়।এই গ্রামেও অন্যান্য বাসিন্দারা বাস করে।তাই বগটুই গ্রামকে অন্য আঙ্গিকে চিনুক এটাই আমরা চাই।”
তাই বগটুই গ্রামের যুবকদের এই সিদ্ধান্ত ও কাজের এই প্রচেষ্টা অনন্য দৃষ্টান্ত করেছে।তা বলার অপেক্ষা রাখে না।বগটুই শুধু বোম,বারুদের নয়।বগটুই মানবিকও।