শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে গড়ে ওঠে মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। কিন্তু এই মনোনীত সরকার কতদিন চলবে? কবে হবে নির্বাচন? এইসব প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে আজকের বাংলাদেশে। দ্রুত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার গড়ার দাবি তুলেছে বিভিন্ন রাজনৈতিক দল। তবে আর দেরি নয়, এবার ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাইল বিএনপি।আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন করার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দ্রুত নির্বাচনী রোডম্যাপের ঘোষণা করবেন,এটা বিএনপির জোরালো দাবি। তাদের সেই দাবির সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশ একমত হয়েছে।
শনিবার সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করে হেফাজতে ইসলাম। পরে হেফাজতের শীর্ষ নেতাদের উপস্থিতিতেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ সাংবাদিকদের এসব তথ্য জানান। অনেকদিন ধরেই বিএনপি নেতাদের অভিযোগ সংস্কারের অজুহাতে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ আরও বাড়াবার জন্য নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত করার চেষ্টা চলছে।
কদিন আগেই আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন না হলে ‘জনগণের মধ্যে জোরালো অসন্তোষ’ এবং দেশে অস্থিরতা তৈরি হবে বলে সতর্ক করেছিল বিএনপি। বিএনপি নেতা আবদুল মঈন খান জানান, চলতি বছরের মধ্যেই গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকার চায় বিএনপি। তাঁর মতে, ডিসেম্বরে নির্বাচনের বিষয়ে সবাই একমত হয়েছে।তাঁর দাবি নির্বাচন কোনও কারণে ডিসেম্বরের পর চলে গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। বাংলাদেশের মানুষের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হবে এবং অস্থিরতা হতে পারে।
যদিও আগেই নির্বাচন নিয়ে দুটি সম্ভাব্য সময় জানিয়ে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস। মার্চের শেষেই জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি জানিয়েছেন এবছর ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে বাংলাদেশে নির্বাচন হবে। তাঁর কথায়, তাঁরা চান আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হোক। এজন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে। তিনি আরও জানান বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা সীমাহীন দুর্নীতি। অন্তর্বর্তী সরকার সব কাজ দুর্নীতিমুক্ত করতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন মুহাম্মদ ইউনূস।
বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী শনিবার সালাহ উদ্দিন আহমদ বলেন, ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছিলেন।জাতির সামনে অনেকবার বলেছেন।কিন্তু প্রায় সময় ডিসেম্বর থেকে জুনে, জুন থেকে ডিসেম্বরে—এ রকম একটা শিফটিং দেখা যাচ্ছে।তবে এবার ডিসেম্বরে নির্বাচন চেয়ে আন্দোলনে নামতে চায় খালেদা জিয়ার দল।তবে পথে নামার আগে ইউনূসের সঙ্গে শেষ বার আলোচনায় বসতে চান বিএনপি নেতৃত্ব।
Leave a comment
Leave a comment