পরিতোষ সাহা: বীরভূম
রামের জন্মদিন উপলক্ষ্যে রামনবমীর মিছিল দেখা দিল গোটা বীরভূম জেলায়।আর সেই মিছিলেই দেখা দিল নানারকম অস্ত্রের ঝলকানি।জেলার বিভিন্ন প্রান্তে ছোট থেকে বড় আকারের রামনবমীর মিছিল দেখা গিয়েছে।পুলিশি নিরাপত্তা ছিল অটুট।কিন্তু জেলার দুটি শহরে রামনবমীর মিছিলে দেখা গেল বিভিন্ন আকারের অস্ত্র।সেই অস্ত্র হাতে সামিল শিশুরাও।
রবিবার সকাল থেকেই রামনবমীর মিছিল ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছিল তুঙ্গে।একদিকে তৃণমূল, তো অন্যদিকে বিজেপি ও হিন্দু জাগরণ মঞ্চ রামনবমীর মিছিল বের করে।অভিযোগ,বিজেপি ও হিন্দু জাগরণ মঞ্চের মিছিলে দেখা মিলল বিভিন্ন আকারের অস্ত্র।রাজ্য পুলিশের নিষেধাজ্ঞা স্বত্ত্বেও মিছিলে অস্ত্রের ব্যবহার নিয়ে উঠেছে প্রশ্ন।
বীরভূম জেলার সিউড়ি ও রামপুরহাট দুটি শহরেই বিজেপি সবথেকে বড় রামনবমীর মিছিল বের করে।সেই মিছিলে দেখা গিয়েছে বিভিন্ন আকারের তরোয়াল সহ অন্যান্য অস্ত্র।অস্ত্র হাতেই তাদের নাচতে দেখা গেছে।পুলিশ সেই সমস্ত অস্ত্রগুলি তাদের কাছ থেকে নিয়ে নেয়।অন্যদিকে শহরের অন্য প্রান্তে রামনবমীর মিছিলে আগ্নেয়াস্ত্র নিয়ে এক যুবককে নাচতে দেখা যায়।এছাড়াও জেলার অন্য প্রান্ত রামপুরহাটেও অস্ত্র হাতে মিছিল করতে দেখা যায়।রামপুরহাট শহরের পাঁচমাথা মোড়ে রামনবমী উপলক্ষ্যে বিজেপির যে মিছিলটি বের হয়,সেখানেও দেখা গেছে অস্ত্রের ব্যবহার।বড়দের সাথে সাথে ছোটরাও অস্ত্র হাতে সেই মিছিলে সামিল হন।
পুলিশের তরফ থেকে বারে বারে মিছিলে অস্ত্র নিষিদ্ধ করা হয়েছিল। তবুও রামনবমীর মিছিলে দেখা দিল বিভিন্ন অস্ত্র।এমনকি শিশুদের হাতেও দেখা গেল সেই অস্ত্র।