গুজরাট টাইটান্স তাদের সোশ্যাল মিডিয়ায় একটি সংক্ষিপ্ত ভিডিয়ো প্রকাশ করেছে, যেখানে দেখা যায়, মহম্মদ সিরাজ ব্যাট হাতে অনুশীলনে ব্যস্ত। নেট প্র্যাকটিস চলছিল পুরোদমে। সেই সময় এক কোণে দাঁড়িয়ে ছিলেন শুভমন গিল ও ঈশান কিষাণ। তাঁদের চোখে-মুখে খেলা করছিল মজা আর হাসির ছাপ। সিরাজ ব্যাট হাতে অনুশীলনে মগ্ন, আর ওঁর প্রতিটি শট যেন বিনোদনের খোরাক হয়ে দাঁড়ায় ঈশান-শুভমনের কাছে।
ক্রিকেট মাঠে প্রতিপক্ষ হলেও মাঠের বাইরের তাঁদের সম্পর্ক যে কতটা সহজ, তা বুঝিয়ে দিল এই মুহূর্ত। খেলার কড়া প্রতিযোগিতার মাঝেও এমন বন্ধুত্বপূর্ণ আবহ যে এখনও টিকে আছে, তা দেখল ক্রিকেটপ্রেমীরা।
হাসি, ঠাট্টা, খুনসুটি—সব মিলিয়ে এই দৃশ্য যেন অনেকটাই স্বস্তিদায়ক। সিরাজের ব্যাটিং দেখে দুই সতীর্থের এই রসিকতা প্রমাণ করে, প্রতিযোগিতার বাইরেও খেলোয়াড়দের মধ্যে একটা আন্তরিকতা সবসময় কাজ করে। মাঠে একে অপরকে হারানোর লড়াই থাকলেও, সম্পর্কের গভীরতা যে কখনও ম্লান হয় না, সেটাই চোখে আঙুল দিয়ে দেখাল এই ছোট্ট মুহূর্ত।
নেটে মহম্মদ সিরাজের ব্যাটিং দেখে ঈশান কিষাণ থামতেই পারলেন না, মুখ ফসকে হেসে বলে উঠলেন, “ওর ব্যাটিং দেখলেই মন ভালো হয়ে যায়, একদম সিনেমার মতো!” পাশে থাকা শুভমন গিলও তখন হেসে ফেলেন, মুহূর্তটা যেন আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
ঈশান এরপর চটপট মন্তব্য করেন, “বল কোথা থেকে আসছে সেটা সিরাজের গায়ে সাড়া পড়ে না, পা একদম শেকড় গেঁড়ে বসে থাকে!” সেই কথা শুনে সিরাজও দারুণ রসিকতা করে উত্তর দেন, “দাদা, আমি তো পুরোদমে মারছিই না, শরীর একটু গরম করছিলাম মাত্র।” খেলাকে ঘিরে এমন মজাদার কথোপকথন দারুণভাবে উপভোগ করেন দর্শকরাও।
মাঠের বাইরের এই হালকা মুহূর্তগুলোই প্রমাণ করে, খেলোয়াড়দের মধ্যে বন্ধুত্ব কতটা গভীর, আর সেটাই অনুশীলনের সময়েও ছড়িয়ে পড়ে হাসি-ঠাট্টায়। খেলায় প্রতিদ্বন্দ্বিতা থাকলেও বন্ধুত্বে কোনো কমতি নেই।