ক্রিকেট থেকে তাঁর বিদায় নিয়ে যে গুঞ্জন কয়েক মাস ধরেই চলছিল, সেই ধোঁয়াশা কাটিয়ে ধোনি জানিয়ে দিলেন, এই মুহূর্তে শুধু আইপিএলেই মন দিচ্ছেন তিনি। চেন্নাই সুপার কিংসের হয়ে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দেওয়া এই অভিজ্ঞ ক্রিকেটারের কথায়, অবসর নিয়ে ভাবার সময় এখনও আসেনি।
সম্প্রতি এক পডকাস্টে ধরা দেন প্রাক্তন ভারত অধিনায়ক। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়, ঠিক কবে বিদায় জানাবেন পিচকে? জবাবে ধোনি জানান, আপাতত চেন্নাইয়ের জার্সিতে পুরো মরসুম মাঠে নামবেন এবং এরপরই ভাববেন ২০২৬-এর আইপিএল তাঁর কেরিয়ারে জায়গা পাবে কি না।
বয়স বাড়ছে ঠিকই—আগামী জুলাইয়ে ৪৪ ছুঁয়ে ফেলব। তবে হাতে রয়েছে প্রায় দশ মাস সময়, সেই সময়টা কাজে লাগিয়ে বুঝে নেব শরীর কতটা সঙ্গ দেয়। তারপরই পরের আইপিএল খেলার সিদ্ধান্ত নেব।” তাঁর কথায় স্পষ্ট, শুধুমাত্র ইচ্ছাশক্তি নয়, শারীরিক সামর্থ্যও বড় ফ্যাক্টর হতে চলেছে ভবিষ্যৎ নির্ধারণে। ধোনি বুঝিয়ে দিলেন, আবেগ নয়, বাস্তবতার নিরিখেই চলবে তাঁর ভবিষ্যতের পথচলা।
এই বছরের আইপিএলে মহেন্দ্র সিং ধোনির পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠতেই পারে। যদিও তিনি ব্যাট হাতে নামছেন নিয়মিত, তবুও গুরুত্বপূর্ণ মুহূর্তে দলের জন্য ভরসাযোগ্য ইনিংস খেলতে এখনও সফল হননি। এখন পর্যন্ত চারটি ম্যাচে মাঠে নেমে তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ৭৬ রান।
অভিজ্ঞতায় ভরপুর একজন খেলোয়াড়ের কাছ থেকে সমর্থকদের প্রত্যাশা অনেক বেশি থাকেই, কিন্তু ধোনির ব্যাটে সেই চেনা আগুন এখনো ধরা পড়েনি। বিশেষ করে যখন দলের প্রয়োজনে বড় রান দরকার ছিল, তখন তিনি পরিস্থিতি ঘুরিয়ে দেওয়ার মতো অবদান রাখতে পারেননি। অন্যদিকে, দল চেন্নাই সুপার কিংসও এবারের আসরে ঠিক ছন্দে নেই। টুর্নামেন্টের শুরুতে পরপর তিনটি ম্যাচে পরাজয়ের মুখ দেখতে হয়েছে তাদের।
যার প্রভাব পড়েছে পয়েন্ট টেবিলেও—এই মুহূর্তে নবম স্থানে রয়েছে চেন্নাই। আইপিএলের মতো হাই-প্রেশার টুর্নামেন্টে শুরুটা ভালো না হলে তা সামগ্রিক পারফরম্যান্সে প্রভাব ফেলে, আর এখন সেই চাপে রয়েছে ধোনির দল। আগামী ম্যাচগুলিতে ঘুরে দাঁড়াতে না পারলে প্লে-অফের স্বপ্ন কার্যত অধরাই থেকে যেতে পারে চেন্নাইয়ের জন্য।