সুদীপ্ত চট্টোপাধ্যায়
বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে রাজনৈতিকভাবে এক ঘরে করার দাবি মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার এসএসসি প্যানেল বাতিল মামলায় প্রায় 26000 চাকরিহারা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের নেতাজি ইন্ডোর সভা থেকে এই দাবি করলেন মমতা। নিজের বক্তব্যে সুপ্রিম কোর্টের এই নির্দেশের নেপথ্যে রাজনৈতিক খেলা রয়েছে বলে এদিনও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। এই রাজনৈতিক খেলা কে করছে তা নিয়েও প্রশ্ন তোলেন মমতা। মমতার মন্তব্য ” চাকরি দিতে পারেনা অথচ চাকরি খাওয়ার গোঁসাই। বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কেন পলিটিকালি ব্ল্যাকলিস্টেড করা হবে না? আমি সিপিএমের কাছে একথা জানতে চাই।”
প্রসঙ্গত সুপ্রিম কোর্ট যেদিন নির্দেশ দেয় সেদিনই নবান্ন থেকে নিজের বক্তব্য রাখার সময় বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কটকের সুরে “নোবেল প্রাইজ দেওয়া উচিত” বলে উল্লেখ করেছিলেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে সিপিআইএম তথা বাম জমানায় চিরকূটে চাকরির প্রসঙ্গ তুলেছিলেন তিনি। এদিনের নেতাজী ইনডোর এর সভায় ফের সেই চিরকূট প্রসঙ্গ টেনে আনেন মুখ্যমন্ত্রী। সিপিআইএম এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কাঠগড়ায় তুলে রাজ্যের প্রায় 26000 শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের চাকরি হারা হওয়ার ঘটনায় ‘রাজনৈতিক খেলার কারবারি’ হিসেবেও চিহ্নিত করেছেন মমতা।