শঙ্খদ্বীপ মুখোপাধ্যায়
…………………
দ্রুত কাজ এগোচ্ছে কলকাতা মেট্রোর নয়া রুট এসপ্ল্যানেড থেকে ইডেন গার্ডেনের । তবে সুড়ঙ্গ খুঁড়তে আর পুরো ‘কাট অ্যান্ড কভার’ পদ্ধতির ব্যবহার নয়, বদলে আসছে আধুনিক টানেল বোরিং মেশিন । এই মেশিনের সাহায্যেই এসপ্ল্যানেড থেকে ইডেন গার্ডেন্স পর্যন্ত দের কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ কাটার কাজ হবে,খবর মেট্রো কতৃপক্ষ সূত্রে । কলকাতা মেট্রোর পার্পল লাইনের সম্প্রসারণ নিয়ে এমনই সিদ্ধান্ত চূড়ান্ত করেছে নির্মাণকারী সংস্থা। এসপ্ল্যানেডের এল–২০ বাসের স্ট্যান্ডের জায়গাতেই শাফট তৈরি করে সেখান থেকে মাটির নীচে টিবিএম নামক নয়া আধুনিক মেশিন নামিয়ে কাজ করা হবে বলে জানা গিয়েছে। কয়েক বছর আগে বউবাজারে টিবিএম এর সাহায্যেই সুড়ঙ্গ কাটার সময়ে বিপর্যয় নেমেছিল, তার পুনরাবৃত্তি যাতে না ঘটে তার জন্যেই এমন পরিকল্পনা। এসপ্ল্যানেডে পৌঁছনোর পর ইডেন গার্ডেন্স পর্যন্ত দের কিলোমিটার রাস্তা সুড়ঙ্গ কাটার জন্যে ফের টিবিএম ব্যবহার করা হবে।
সংশ্লিষ্ট সংস্থা সূত্রে খবর খিদিরপুরে সেন্ট থমাস স্কুলের মাঠে টিবিএম নামানোর শাফট তৈরি করা হয়েছে। ওই শাফট দিয়েই টিবিএম নেমে পার্ক স্ট্রিট পর্যন্ত আসবে। এসপ্ল্যানেড থেকে ইডেন যাওয়ার সুড়ঙ্গ কাটার শাফট তৈরি হবে এল–২০ বাস স্ট্যান্ডের জায়গায়। টিবিএম ওই শাফট দিয়ে মাটির নীচে নামার পর রানি রাসমণি রোডের নীচ দিয়ে এগিয়ে যাবে রাজভবনের দিকে। ইস্ট–ওয়েস্ট মেট্রোর স্টেশনের পাশ দিয়ে রাজভবনের তলা দিয়ে ইডেন গার্ডেন্স স্টেশনের জায়গায় পৌঁছবে। এই নয়া প্রযুক্তি মেট্রোর সুড়ঙ্গ তৈরির কাজ কতটা সহজ করে সেটাই এখন দেখার ।