সমাজমাধ্যমে কেন নিষ্ক্রিয়? মুখ্যমন্ত্রীর তোপে রাজ্যের মন্ত্রীরা
সুদীপ্ত চট্টোপাধ্যায়
রাজরোষে রাজ্যের মন্ত্রীরাই। আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রীর তোপে পড়লেন রাজ্যের মন্ত্রীরাই। সরকারি সুত্রে এই তথ্য মিলেছে। সমাজমাধ্যমে সরকারের বিরুদ্ধে রাজ্যের বিরোধীপক্ষের নেতাদের আক্রমণ বা বিরোধী প্রচারের পাল্টা কোনো বক্তব্য বা পোস্ট করছেন না রাজ্যের সংশ্লিষ্ট মন্ত্রীরা। এই অভিযোগ তুলে আজ মন্ত্রিসভার বৈঠকে প্রথম থেকেই নিজের মন্ত্রিসভার বিরুদ্ধে সোচ্চার হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে নবান্ন সুত্রে খবর। দ’একজন সিনিয়র মন্ত্রী কিছু যুক্তি তুলে ধরতে গেলে তারাও মমতার রোষানলে পড়েন বলে সূত্রের খবর। জানা গেছে, এসএসসি মামলা নিয়ে চাকরিপ্রার্থীদের আইনজীবী তথা সিপিআইএম রাজ্যসভা সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য সমাজমাধ্যমে সরকারি কাজকর্মকে বিঁধে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন। এর প্রেক্ষিতে রাজ্যের তরফে সমাজমাধ্যমে কোনও প্রতিক্রিয়া দেননি সংশ্লিষ্ট মন্ত্রীরা। আর তাতেই বেজায় চটেছেন মুখ্যমন্ত্রী। শুধু এই একটি ক্ক্গেত্রেই নয় এর আগেও এধরনের ঘটনা তাঁর নজর এড়ায়নি বলেও বৈঠকে জানান মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, এর আগেও একাধিকবার মুখ্যমন্ত্রী এই বিষয়গুলি মন্ত্রিসভার বৈঠকে উত্থাপন করেছিলেন এবং সমাজমাধ্যমে এই ব্যাপারে মন্ত্রীদের আরো সক্রিয় হতে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রীর একাধিকবার নির্দেশ সত্ত্বেও তা বারবার অমান্য হওয়ায় আজ ক্ষোভ উগরে দেন তিনি বলে সরকারি সুত্রে জানানো হযেছে।