জন আব্রাহামের ‘দ্য ডিপ্লোম্যাট’ মুক্তির পরপরই মধ্যপ্রাচ্যের একাধিক দেশে ছবিটি নিষিদ্ধ হওয়ায় তৈরি হয়েছে জোর বিতর্ক। ১৪ মার্চ বড় পর্দায় আসা এই চলচ্চিত্রটি ভারতে ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছে। ছবির গল্প উঠে এসেছে এক বাস্তব ঘটনা থেকে, যেখানে ২০১৭ সালে পাকিস্তানে আটকে পড়া ভারতীয় তরুণী উজমা আহমেদকে ফিরিয়ে আনার গুরুদায়িত্বে ছিলেন ভারতীয় কূটনীতিক জেপি সিং।
সেই চরিত্রেই দেখা গেছে জনকে। আন্তর্জাতিক রাজনীতির পটভূমিতে নির্মিত এই ছবিতে উত্তেজনা ও মানবিকতার সংমিশ্রণ নজর কেড়েছে অনেকেরই। মধ্যপ্রাচ্যে ছবিটি নিষিদ্ধ হলেও, এতে পাকিস্তান বিরোধিতা নেই বলেই দাবি জনের। বরং, তিনি জানিয়েছেন, আইন এবং ন্যায়ের পক্ষেই সুর তুলে ধরা হয়েছে। দর্শকদের একাংশ এই নিষেধাজ্ঞায় বিস্মিত।
ছবিটি সম্প্রতি ইজরায়েলের পররাষ্ট্র মন্ত্রকের উদ্যোগে তেল আবিবে বিশেষ প্রদর্শনীতে দেখানো হয়, যেখানে উপস্থিত ছিলেন ভারতের রাষ্ট্রদূত জেপি সিং নিজেও।
তিনি আরও জানান, প্রথমে চিত্রনাট্যে কড়া দেশপ্রেমের রেশ থাকলেও, ছবির পরিচালক শিবম নায়ার ও তিনি সেই অংশ বাদ দেন, যাতে সিনেমাটি কারও অনুভূতিতে আঘাত না করে। তবু নিষেধাজ্ঞা জারি হওয়ায় দুঃখিত অভিনেতা।
এদিকে নিজের কেরিয়ারের পরবর্তী ধাপে পা রাখতে তৈরি জন আব্রাহাম। খুব শিগগিরই শুরু করতে চলেছেন তাঁর নতুন ছবির শুটিং। জনপ্রিয় মালয়ালম সিনেমা ‘আয়্যাপ্পানুম কোশিয়ুম’-এর হিন্দি রিমেকে একেবারে ভিন্ন মেজাজে ফিরবেন তিনি—পুরোদস্তুর অ্যাকশন হিরো হিসেবে।
চার বছর আগে এই রিমেকের স্বত্ব নিজের নামে করেছিলেন জন, আর এবার অভিনয়ের পাশাপাশি থাকবেন প্রযোজক হিসেবেও। দর্শকদের জন্য নতুন চমকও অপেক্ষা করছে—এই বছরের দ্বিতীয়ার্ধে মুক্তি পাবে তাঁর আরেকটি সিনেমা ‘তেহরান’, যা ইতিমধ্যেই নানা মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে। নিজের অভিনয়, গল্প নির্বাচনের মুন্সিয়ানায় ফের প্রমাণ দিতে প্রস্তুত তিনি, আর একের পর এক নতুন চ্যালেঞ্জ নিতে আগ্রহী এই বলিউড তারকা।