শঙ্খদ্বীপ মুখোপাধ্যায়
…………
ঘটনার সূত্রপাত গত ৬-ই এপ্রিল সকালের,ঘটনাস্থল ঠাকুরপুকুর বাজার । একটি বিলাসবহুল চার চাকা গাড়ি রায়পুরের দিক থেকে আসছিল,প্রথমে রায়দীঘির কাছে একটি গাড়িকে ধাক্কা মারে,তারপর ঘাতক গাড়ি চলে আসে ঠাকুরপুকুরে বাজারে,রবিবাসরীয় সকাল হওয়ায় বাজারে ভিড় ছিল যথেষ্ট,সেখানে ফের বাজারে উপস্থিত ৮ থেকে ৯ জনকে ধাক্কা মারে এই গাড়ি ,রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি বাইক ও সাইকেলকে ধাক্কা মেরে খানিকটা এগিয়ে একটি স্কুটি গাড়ির তলায় আটকে যায় । ছুটে আসেন স্থানীয় লোকজন,বেধড়ক মারধর করা হয় গাড়িতে উপস্থিত এক মহিলাকে,গাড়ির চালকের আসনে ছিলেন ছোট পর্দার পরিচালক সিদ্ধান্ত দাস ওরফে ভিক্টর । দেখা যায় তিনিও ছিলেন মদ্যপ অবস্থায়,অন্য এক মহিলার এমনই অবস্থা যে দাঁড়ানোরও ক্ষমতা নেই তার । ঘটনায় জখম হন ৭ জন,যার মধ্যে একজনের মৃত্যুও হয় । এই ঘটনায় এবার বিস্ফোরক অভিযোগ তুললেন মৃতের পরিবার । থানায় ডেকে টাকার বিনিময়ে সব মিটিয়ে নিতে চাপ দেয় পুলিশ,অভিযোগ মৃতের ছেলের । পরিবারের অন্যান্য সদস্যদের দাবি, অভিযুক্তদের চোখের আড়ালে সেদিন ছেড়েও দেয় পুলিশ,সেই সঙ্গে পুলিশের বিরুদ্ধে চূড়ান্ত অসহযোগিতার অভিযোগ আনে পরিবার । ঠাকুরপুকুর থানার বিরুদ্ধে অভিযোগ দীর্ঘক্ষণ থানায় বিরুদ্ধে দেরিতে মেডিকেল,টাকা নিয়ে তারা যেন আর কেস না করে এমন বিস্ফোরক অভিযোগ যা মানতে রাজি না হওয়ায় পরিবারকে হয়রানির শিকারও হতে হয় বলে অভিযোগ পরিবারের । পুলিশের বিরুদ্ধে এমন অভিযোগে অন্য মাত্রা পেলো এই ঘটনা তা বলাই বাহুল্য ।