সকাল হতে না হতেই ঝাঁ ঝাঁ রোদ্দুর। এপ্রিল মাসের প্রথম সপ্তাহেই চাঁদি ফাটা গরম। যে তীব্র দাবদাহ নিয়ে নাজেহাল সাধারণ মানুষ। আকাশ পানে তাকিয়ে এক ফোঁটা জলের আশায় সকলেই তাকিয়ে আছেন। কবে একটু বৃষ্টি হবে এই আশায়। আলিপুর আবহাওয়া দফতর বলছে, আজ, বুধবার থেকে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের সব জেলায়। উত্তর এবং পশ্চিমের বেশ কিছু জেলায় ঝড়-বৃষ্টির জন্য সতর্কতাও জারি করা হয়েছে আবহাওয়া দফতর সূত্রে। সপ্তাহান্তে বৃদ্ধি পেতে পারে বৃষ্টি। তার জেরে উত্তরবঙ্গে তাপমাত্রা কমলেও দক্ষিণে তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই। উইকেন্ডে বৃষ্টির সম্ভাবনা বাড়বে রাজ্যে। আগামিকাল, বৃহস্পতিবার থেকে সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে বলে জানা গেছে। আজ, বুধবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা আছে। পশ্চিমের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। তবে দক্ষিণবঙ্গে কবে এই তাপমাত্রা কমবে সেটা নিয়ে নাজেহাল সাধারণ মানুষ। বেলা একটু হলেই রাস্তায় বের হতে গিয়ে দুর্বিষহ অবস্থা। গরম হাওয়া বইছে চারিদিকে। আর তাই দক্ষিন বঙ্গে তাপমাত্রা কোনো কোনো জেলায় ৩৯ ডিগ্রী বা ৪০ পার করে যাচ্ছে। আর তাতেই অনেকেই প্রবল গরমে অসুস্থ হয়ে পড়ছেন। সেই সব কিছুর মাঝে ঝড় আর বৃষ্টির এই আবহাওয়া দফতর এর পূর্বাভাসে কিছুটা হলেও স্বস্তি এনে দিলো।