সুদীপ্ত চট্টোপাধ্যায়
ভাটপাড়া গুলিকাণ্ডে বড় স্বস্তি ব্যারাকপুরের বিজেপি নেতা অর্জুন সিংহের। ২১ এপ্রিল পর্যন্ত তাকে গ্রেফতার না করার নির্দেশ হাইকোর্টের। নির্দেশ হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের। পুলিশের কাছে ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ তলব করেছেন বিচারপতি। ১৭ এপ্রিলের মধ্যে হাইকোর্টে সেই ফুটেজ জমা দিতে নির্দেশ। তবে তদন্তে সমস্তরকম সহযোগিতা করতে হবে অর্জুন সিংকে কি কথাও জানিয়ে দিয়েছেন বিচারপতি। ১৭ এপ্রিল ফের শুনানি এই মামলার।
উল্লেখ্য এর আগে গত ২ এপ্রিল বিচারপতি জয় সেনগুপ্ত অর্জুন সিংকে মৌখিকভাবে গ্রেফতার না করার নির্দেশ দিয়েছিলেন পুলিশকে। অর্জুন সিংয়ের বিরুদ্ধে তৃণমূল কর্মীর উদ্দেশ্য গুলি চালানোর অভিযোগ উঠেছিল । ঘটনায় পুলিশ অর্জুন সিংয়ের বিরুদ্ধে এফয়াইয়ার দায়ের করে জগদ্দল থানায়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে পাঁচবার সমন পাঠিয়েছিল । কিন্তু একবারও তিনি থানায় হাজিরা না দেওয়ায় ব্যারাকপুর মহকুমা আদালত গত ১ এপ্রিল গ্রেফতারি পরোয়ানা জারি করে। তার আগেই গত ২৮ মার্চ পুলিশের দায়ের করা এফয়াইয়ার খারিজ করার দ আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অর্জুন সিং।
অর্জুন সিংয়ের পালটা অভিযোগ তার বাড়িতে বোমাবাজির ঘটনায় তিনি থানায় অভিযোগ দায়ের করলেও পুলিশ এখনো সেই অভিযোগের ভিত্তিতে এফয়াইয়ার করেনি। অথচ পুলিশ অন্য মামলায় এফয়াইয়ার করে তাকে বার বার সমন পাঠাচ্ছে। আসলে তিনি বিরোধী রাজনৈতিক দলের সদস্য হওয়ায় তাকে নানাভাবে মিথ্যা মামলায় হেনস্থা করছে পুলিশ বলে অর্জুনের অভিযোগ।