চেন্নাইয়ের হলুদ জার্সিতে ধোনি মাঠে নামা মানেই উত্তেজনার পারদ চড়ে। ৪৩ বছর বয়সেও তাঁর ব্যাটে ঝলক, গ্লাভসে নিখুঁত ধরা, নেতৃত্বে আগের মতোই দৃঢ়তা। চলতি আইপিএলে বারবার উঠে আসছে একটি প্রশ্ন—এই কি তবে ক্যাপ্টেন কুলের শেষ অধ্যায়? অবসরের গুঞ্জন জোরালো হচ্ছে প্রতিটি ম্যাচে।
এই পরিস্থিতিতে পাঞ্জাবের বিরুদ্ধে পরাজয়ের পরে মুখ খুলেছেন প্রাক্তন ক্রিকেটার রবিন উথাপ্পা। তাঁর মতে, ধোনিকে নয়, প্রশ্ন উঠছে দলের কৌশল ও কম্বিনেশন নিয়ে। সমস্যার কেন্দ্রবিন্দুতে ধোনি নেই, বরং দলের পরিকল্পনা ও প্রয়োগেই রয়েছে মূল গলদ—এমনটাই স্পষ্ট বার্তা দিলেন উথাপ্পা।
ধোনির ব্যাটিং নিয়ে প্রশ্ন তোলাকে ভিত্তিহীন বলেই মনে করছেন রবিন উথাপ্পা। তাঁর বক্তব্য, পঞ্চম স্থানে নেমে মাত্র ১২ বলে ২৭ রানের ইনিংস খেলেও ম্যাচের রাশ চেন্নাইয়ের হাতে ফেরানো যায়নি—এই কারণে ধোনিকে দায়ী করা উচিত নয়। বরং যাঁর অভিজ্ঞতা ও উপস্থিতি আজও দলের জন্য বড় সম্পদ, তাঁকে এভাবে কাঠগড়ায় তোলা অন্যায্য।
উথাপ্পার মতে, ধোনির এখনকার ভূমিকা শুধুই মাঠে খেলা নয়—তিনি ভবিষ্যতের দিকেও সমান দৃষ্টি দিচ্ছেন। জুনিয়রদের হাতে ধাপে ধাপে দায়িত্ব তুলে দিচ্ছেন, যাতে দলের রূপান্তর সহজ হয়। দলীয় কাঠামো কীভাবে বদলাবে, কে কোথায় খেলবে, কাদের দিয়ে পরবর্তী মৌসুমে দল তৈরি হবে—এইসব কিছুর একটা পরিষ্কার ছক তৈরি করে এগোচ্ছেন ‘ক্যাপ্টেন কুল’।
ধোনির ব্যাটিং পজিশন বা ম্যাচ পরিকল্পনা নিয়ে অহেতুক সমালোচনা তাই উথাপ্পার চোখে ভুল বার্তা। তিনি স্পষ্ট বলেছেন, ভুল জায়গায় দৃষ্টি দিলে সমস্যা সমাধান তো দূরের কথা, আরও জটিলতা বাড়ে। ধোনি এখনও দলের মেরুদণ্ড, এবং তাঁর অভিজ্ঞতাকে ছাপিয়ে বিতর্কের খেলা বন্ধ হওয়াই শ্রেয়।