চৈত্রের শেষ,ইতিমধ্যেই পুরো গরম পুড়ছে বাংলা! আগামী কয়েকদিনের মধ্যে কি কালবৈশাখীর দেখা মিলবে? আপাতত বৈশাখ মাস শুরু হওয়ার আগে কালবৈশাখীর দেখা মিলবে কিনা সেই নিয়ে উঠছে প্রশ্ন। আপাতত স্বস্তির বৃষ্টির অপেক্ষায় রয়েছেন রাজ্যবাসী। দিনের পর দিন রোদের তেজ বেড়ে চলেছে। এমতাবস্থায়ী আবহাওয়ার পূর্বাভাস কি বলছে? জেনে নেওয়া যাক।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যে বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বৃহস্পতি থেকেই রাজ্যের বিভিন্ন জেলায়। দেশের বহু জায়গায় আইএমডি রিপোর্টে তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে। এরই মাঝে উত্তরাখণ্ডে নৈনিতালসহ বহু জায়গায় নেমেছে স্বস্তির বৃষ্টি। উত্তরপ্রদেশের বহু অংশ বৃষ্টির কারণে কিছুটা হলেও স্বস্তিতে রয়েছে। এদিকে আবার আইএমডির তরফ থেকে মধ্যপ্রদেশের তাপপ্রবাহের সতর্কতা জারি করা হলো। বুধবার তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে সৌরাষ্ট্র, কচ্ছের উপর। পঞ্জাব, হরিয়ানা, দিল্লিতে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। যদিও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিল্লিতে।
অন্যদিকে, আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বৃহস্পতিবার রাজ্যের বেশ কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। তার সাথে দমকা হাওয়া বইতে পারে। রাজ্যের উত্তর ও দক্ষিণ দুই প্রান্তেই বর্ষণের সম্ভাবনা থাকছে। বর্ষণের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিমপ্রান্তের কিছু জেলায়। পুরুলিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টি হতে পারে।
দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। ঘূর্ণাবর্ত ও একটি অক্ষরেখা তৈরি হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। রিপোর্টে অনুসারে, মধ্যপ্রদেশ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিস্তৃত হয়েছে সেই অক্ষরেখা। শুক্রবার উত্তর দিনাজপুরের সঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মালদা, দক্ষিণ দিনাজপুরেও। রাজ্যে বৃষ্টির আবহাওয়া বজায় থাকার কথা শুক্রবারের পর শনিতেও।