আইপিএল ২০২৫-র উত্তাপে যখন মেতে আছে গোটা ক্রিকেট বিশ্ব, ঠিক তখনই এল এক বিরাট ঘোষণা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) ফের ভরসা রাখল ভারতের ‘মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপর। পুনরায় আইসিসি-র পুরুষ ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন প্রাক্তন ভারত অধিনায়ক ও বিসিসিআই সভাপতি।
এই কমিটিতে সৌরভের সঙ্গী হয়েছেন তাঁর বহুদিনের সতীর্থ ভিভিএস লক্ষ্মণ। এছাড়াও রয়েছেন আফগানিস্তানের প্রাক্তন পেসার হামিদ হাসান, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ডেসমন্ড হেইনস, দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা এবং ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটার জোনাথন ট্রট।
২০২১ সালে অনিল কুম্বলের স্থলাভিষিক্ত হয়ে প্রথমবার এই দায়িত্ব গ্রহণ করেন সৌরভ। এবার ফের তাঁর ওপর আস্থা রাখল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। বয়স এখন ৫২ হলেও প্রশাসনিক দক্ষতা ও নেতৃত্বগুণে এখনও সমান উজ্জ্বল ‘দাদা’।
এদিকে, সৌরভের বিসিসিআই সভাপতি থাকার সময় যিনি ছিলেন বোর্ড সচিব, সেই জয় শাহ বর্তমানে আইসিসি-র চেয়ারম্যান। ফলে আইসিসি-তে আবার সৌরভ-জয় জুটি দেখা যাবে, যা নিঃসন্দেহে এক ঐতিহাসিক মঞ্চে নতুন সম্ভাবনার ইঙ্গিত।
নারী ক্রিকেটেও বড় পদক্ষেপ নিচ্ছে আইসিসি। পুনর্গঠিত হয়েছে মহিলা ক্রিকেট কমিটি, যার সভাপতি হয়েছেন নিউজ়িল্যান্ডের প্রাক্তন অফস্পিনার ক্যাথেরিন ক্যাম্পবেল। কমিটিতে রয়েছেন অস্ট্রেলিয়ার এভ্রিল ফাহে এবং দক্ষিণ আফ্রিকার ফোলেৎসি মোসেকি।
বিশেষভাবে উল্লেখযোগ্য, আফগানিস্তানের বাস্তুচ্যুত মহিলা ক্রিকেটারদের জন্য একটি সহায়তা তহবিল এবং উচ্চ-পারফরম্যান্স প্রোগ্রাম চালু করেছে আইসিসি। বিসিসিআই, ক্রিকেট অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের সহায়তায় গঠিত এই টাস্ক ফোর্সের লক্ষ্য—সব বাধা পেরিয়ে খেলোয়াড়দের খেলার সুযোগ দেওয়া।
আইসিসি চেয়ারম্যান জয় শাহ এক বিবৃতিতে জানিয়েছেন, “আমরা অন্তর্ভুক্তিমূলক মানসিকতায় বিশ্বাস করি। প্রতিটি ক্রিকেটার যেন সমান সুযোগ পায়, সেটা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।” সব মিলিয়ে, আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে সৌরভের এই প্রত্যাবর্তন এক নতুন ইনিংসের সূচনা—যেখানে ফের তিনি দায়িত্বে, অভিজ্ঞতায় ও নেতৃত্বে বিশ্ব ক্রিকেটকে পথ দেখাতে প্রস্তুত।