আজ পয়লা বৈশাখ বৃষ্টিতে ভিজতে পারে রাজ্যের বিভিন্ন জেলা। আবহাওয়ার পূর্বাভাস তেমনটাই বলছে। চৈত্রের শেষ মুহূর্তে ভ্যাপসা গরমে অতিষ্ঠ বাংলার মানুষ। তবে বৈশাখের প্রথম দিনে স্বস্তির বৃষ্টিতে ভিজে যাবে শহরের রাজপথ থেকে গলিপথ। পয়লা বৈশাখের দিনে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের বহু জেলায়। এমনকি উত্তরবঙ্গেও কি তেমন আবহাওয়া তাহকবে? জানুন আজকের আবহাওয়ার পূর্বাভাস।
পয়লা বৈশাখে সেরকম ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে জেলাগুলিতে থাকছে না। তবে পয়লা বৈশাখের পরদিন অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। একই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়ো হাওয়া। বুধবারে দার্জিলিঙে বইতে পারে ঝড়ো হাওয়া পাশাপাশি বৃষ্টিও হতে পারে। মঙ্গলবার বৃষ্টি হবার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের ছয়টি জেলা বীরভূম, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু জায়গায়। ৬ জেলায় ঝড় এবং বর্ষণ হতে পারে। আজ পয়লা বৈশাখ বেশিরভাগ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায়।
কলকাতায় মঙ্গলবার বর্ষণের সম্ভাবনার কথা বলা জানিয়েছে আইএমডি। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে চলেছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন শহরের আকাশ মুখ ভার থাকতে পারে। ১৬ এপ্রিল ঝড়, বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতায়। পরের দিন অর্থাৎ ১৭ এপ্রিল ঝড়ের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে ১৮ এপ্রিল। ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে ১৯ ও ২০ এপ্রিলেও।