৮৫ পেরিয়ে এসেও অমিতাভ বচ্চনের মুগ্ধতা এতটুকু কমেনি—সময়ের ঊর্ধ্বে যেন তিনি। সদ্য মুম্বইয়ের সিদ্ধি বিনায়ক মন্দিরে পৌঁছতেই এক অনুরাগীর আবেগে ভেসে উঠল ভিড়ের মাঝেই, চোখজুড়ে তখন শুধু একটিই মুখ—চিরকালীন নায়ক, বিগ বি।
আবেগ চেপে রাখতে না পেরে তিনি বলে ফেললেন, “আপনার জন্যই আজও ধুকপুক করে হৃদয়!” অমিতাভ শুনে হালকা হাসলেন, যেন এত বছরে এমন ভালোবাসার বহিঃপ্রকাশেও এখনও নতুন কিছু খুঁজে পান তিনি।
বয়স যতই বাড়ুক, অমিতাভের উচ্ছ্বাসে তার ছায়া পড়ে না। বিরতির ফাঁকে পুনরায় শুটিংয়ে ফেরা যেন তাঁর রোজকার অভ্যাস। ক্লান্তি আসে, কিন্তু মন ভাঙে না। কারণ তিনি জানেন, তাঁর প্রত্যেকটা দৃশ্যে ভরসা খোঁজেন লক্ষ লক্ষ মানুষ—আর সেখানেই তাঁর জয়।
সিদ্ধি বিনায়ক মন্দিরে অমিতাভ বচ্চনের আগমনের সেই আবেগঘন মুহূর্ত এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। যে ভক্ত অকপটে জানিয়ে দিলেন, “আপনি আমার জীবনের নায়ক”, সেই একটিমাত্র বাক্যে যেন আটকে রয়েছে লাখো হৃদয়ের না-বলা কথা। নেটিজেনরা রীতিমতো আপ্লুত, কেউ বলছেন “এটাই তো বিগ বি-র জাদু”, কেউ আবার লিখছেন, “এমন ব্যক্তিত্ব বারবার জন্মায় না!”
অমিতাভ নিজেও কিন্তু এই ভালোবাসার প্রতিধ্বনি পৌঁছে দেন তাঁর অগণিত অনুরাগীর কাছে। কখনও রাত গভীর হলে কবিতায় মেলে ধরেন মনের অনুভব, তো কখনও ব্লগে বা ইনস্টাগ্রামে ছুঁয়ে যান জীবনের চেনা-অচেনা গল্প।
এই মুহূর্তটা যেন ফের মনে করিয়ে দিল—সময়ের সঙ্গে বয়স বাড়ে ঠিকই, কিন্তু ভালোবাসা ও শ্রদ্ধার জায়গা যাঁরা একবার করে নেন, তাঁদের আলো ম্লান হয় না কখনও। অমিতাভ বচ্চনের কাছে তারকাখ্যাতি নয়, মানুষের নিঃস্বার্থ ভালোবাসাই সবচেয়ে বড় প্রাপ্তি। আর তাই তো আজও তিনি শুধুই ‘সুপারস্টার’ নন, তিনি হয়ে উঠেছেন এক আবেগ, এক অনুভব—যা সময় পেরিয়েও অমলিন।