১৪ এপ্রিল পঞ্চমবার হত্যার হুমকি পান সলমন খান। এই খবরের জেরে সোমবার সকাল থেকেই রীতিমতো তোলপাড় হয় সোশ্যাল মিডিয়া। একটি অজ্ঞাত নাম্বার থেকে মুম্বই পুলিশের কাছে একটি মেসেজ পাঠানো হয়। সেদিন মেসেজ আসে মুম্বাই ট্রাফিক পুলিশের হেল্পলাইন নম্বরের হোয়াটসঅ্যাপে। সেখানে বলা ছিল, সলমন খানকে তাঁর বাড়িতে ঢুকে খুন করা হবে এবং তাঁর গাড়ি বোম মেরে উড়িয়ে দেওয়া হবে।
অবশেষে সেই হোয়াটসঅ্যাপ নম্বর হঠাৎ যে নাম্বার থেকে হুমকির বার্তা দেওয়া হয়েছিল সেই নাম্বার ভালো করে খতিয়ে দেখে ওই ব্যক্তিকে খুঁজে বার করলেন স্থানীয় পুলিশ। জানা গিয়েছিলে হুমকি দেওয়া বছর ২৬-এর যুবক, নাম ময়ঙ্ক পাণ্ডে। রভল গ্রামের বাসিন্দা সে। মুম্বই পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ সোমবার অর্থাৎ ১৪ এপ্রিল। দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ মনে করছে ওই যুবক মানসিকভাবে ভারসাম্যহীন। যদিও ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার জন্য আরো একবার দেখে পাঠানো হয়েছে।
যুবকের পরিবারের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, বিগত ১১ বছর ধরে ওই যুবকের মানসিক চিকিৎসা চলছে। পরিবারের সঙ্গে খুব শীঘ্রই এসে মুম্বাইতে আসবে এবং পুলিশের সামনে বয়ান রেকর্ড করবে। যদিও পুরো বিষয়টা পরিষ্কার হতে আরো বেশ কয়েকদিন সময় লাগবে বলে মনে করছেন পুলিশ আধিকারিকরা।
উল্লেখ্য, গত দুই বছরে সলমন খান একের পর এক হত্যার হুমকি পাচ্ছেন। সব মিলিয়ে পাঁচ বার মৃত্যুর হুমকি পেয়েছেন তিনি। মাঝে মাঝেই সলমনের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনা ঘটে। কখনো আবার ফোন কিংবা ইমেইল মারফত হুমকি দেওয়া হয়। এমন সব ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়ে দেওয়া হয়েছিল সলমনের। এদিকে বর্তমানে শুটিংয়ে ব্যস্ত রয়েছেন সলমন। তাই অভিনেতার নিরাপত্তা ব্যবস্থা আরো বাড়িয়ে দেওয়া হচ্ছে।