ভারতের রেল পরিবহণে ইতিহাস গড়তে চলেছে জাপান। সম্প্রতি জাপানের তরফে ঘোষণা করা হয়েছে, ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্পের জন্য তারা উপহার হিসেবে দেবে দুটি অত্যাধুনিক ‘শিনকানসেন’ ট্রেন। এই ঘোষণা সামনে আসতেই গোটা দেশের নজর এখন মুম্বই-আমেদাবাদ রেল করিডরের দিকে।
বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ট্রেন শিনকানসেন, যা E5 ও E3 সিরিজের মধ্যে পড়ে, সেই দুটি ট্রেন ২০২৬ সালের শুরুতেই ভারতে এসে পৌঁছাবে বলে জানা গিয়েছে। এই ট্রেন দুটি পরীক্ষামূলকভাবে মুম্বই-আমেদাবাদ বুলেট করিডরে ব্যবহার করা হবে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালে এই বুলেট ট্রেন আংশিকভাবে চালু হতে পারে।
উল্লেখ্য, E5 সিরিজের ট্রেন তৈরি করেছে ইস্ট জাপান রেলওয়ে। এই ট্রেন ঘন্টায় সর্বোচ্চ ৩২০ কিলোমিটার বেগে চলতে পারে। এর ঝকঝকে ডিজাইন, উন্নত প্রযুক্তি এবং গতিবেগ একে বিশ্বের অন্যতম সেরা ট্রেনে পরিণত করেছে। ভারত সরকারও এই ট্রেনকেই দেশের প্রথম বুলেট ট্রেন হিসেবে বেছে নিয়েছে।
এই প্রকল্পের ভবিষ্যৎ আরও উজ্জ্বল করতে জাপান ভবিষ্যতে আরও একটি উন্নত ট্রেন E10 সিরিজ (Alfa-X) চালুর পরিকল্পনা করছে, যার সর্বোচ্চ গতি হতে পারে ঘন্টায় ৪০০ কিলোমিটার। তবে সেই ট্রেন ২০৩০ সালের মধ্যে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানের দুটি ট্রেন এই ভবিষ্যৎ প্রকল্পে ভিত্তি হিসেবে কাজ করবে।
এই প্রকল্প সফল হলে ভারতের রেল পরিষেবায় নতুন যুগের সূচনা হবে। যাত্রীদের সময় বাঁচানোর পাশাপাশি যোগাযোগ ব্যবস্থাও বহুগুণে উন্নত হবে। জাপানের সঙ্গে এই সহযোগিতা ভারতের প্রযুক্তিগত অগ্রগতির প্রতীক হিসেবেও বিবেচিত হচ্ছে।
দেশের মানুষ এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে, কবে চলবে ভারতের প্রথম বুলেট ট্রেন— ‘শিনকানসেন’।